-2.8 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

এমপিদের কার্যালয় ঘিরে সংরক্ষিত এলাকা চান সাবেক জননিরাপত্তামন্ত্রী

এমপিদের কার্যালয় ঘিরে সংরক্ষিত এলাকা চান সাবেক জননিরাপত্তামন্ত্রী
এমপিদের কার্যালয় ঘিরে সংরক্ষিত অঞ্চল তৈরির দাবি জানিয়েছেন সাবেক জননিরাপত্তামন্ত্রী মার্কো মেন্ডিসিনো

এমপিদের কার্যালয় ঘিরে সংরক্ষিত অঞ্চল তৈরির দাবি জানিয়েছেন সাবেক জননিরাপত্তামন্ত্রী মার্কো মেন্ডিসিনো, যাতে করে হুমকিমূলক আচরণ বৃদ্ধির এই সময়ে সংসদ সদস্য ও তাদের কর্মীরা সুরক্ষিত থাকেন। টরন্টোর লিবারেল এমপি মেন্ডিসিনো বলেন, এই পরিকল্পনার অধীনে ৫০ থেকে ১০০ মিটারের বাফার জোনের মধ্যে কেউ কাউকে ভীতি প্রদর্শন করলে অথবা অন্য কোনোভাবে হয়রানি করলে তাকে কারাবাসসহ কঠোর ফৌজদারি শাস্তির সম্মুখীন হতে হবে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার মধ্যে সাবেক এই মন্ত্রী এই মন্তব্য করলেন। ট্রাম্পের ওপর হামলার ওই ঘটনা কানাডিয়ান রাজনীতিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ ও আলোচনা শুরু হয়েছে।

- Advertisement -

মেন্ডিসিনো বলেন, সংসদীয়ি নিরাপত্তা আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে। কানাডিয়ান হিসেবে আমাদের চোখ খোলা রাখতে হবে। সেই সঙ্গে রাজনৈতিক সহিংসতা যে কেবল অন্যখানে ঘটছে না, বরং এখানে আমাদের নিজেদের কমিউনিটিতেও ঘটছে তাকে মান্যতা দিতে হবে। সংসদ সদস্যসহ সহ-কানাডিয়ানদের সঙ্গে ভিন্নমত বা মতানৈক্য দেখানো জনগণের সাংবিধানিক অধিকার। কিন্তু এটাও ঠিক যে, আমরা হুমকি, ভীতি প্রদর্শন, হয়রানি বাড়তে দেখছি, যা অনলাইন এবং কমিউনিটিতে ক্ষতির কারণ হতে পারে।

গত কয়েক বছরে বিভিন্ন দলের বেশ কয়েকজন নেতার সংসদীয় এলাকার কার্যালয় হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এর মধ্যে বাইরে গ্রাফিতির পাশাপাশি জানালা দিয়ে পাথর ছুড়ে মারা মতো ঘটনাও ঘটেছে।

মেন্ডিসিনো বলেন, তিনি একাধিক হত্যার হুমকি পেয়েছেন। শুধু তাই নয়, তার পরিবারও লক্ষ্যবস্তু হয়েছে। সম্প্রতি অটোয়াতে নিজের কার্যালয়ের দিকে যাওয়ার সময় এক ব্যক্তি এই এমপির উদ্দেশে থুথু ছুড়ে মারেন।

হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়েছেন আবাসনমন্ত্রী শন ফ্রেজারও।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles