
আমাদের সোনার ছেলে-মেয়েরা পেরেছে। বাংলাদেশের মানুষ পেরেছে। আমরা আবার প্রমাণ করলাম বাংলাদেশীরা কতটা বীরের জাতি। আলহামদুলিল্লাহ।
বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরশাসক লেজ তুলে পালিয়ে গেছে দেশ ছেড়ে। এরূপ গণঅভ্যুত্থান জাতি আগে কখনো দেখেনি। বাংলাদেশের ইতিহাসে বিশাল এক নতুন অধ্যায়ের সূচনা হলো। তিন সপ্তাহের মাথায় এরকম ঝটিকা অভ্যুত্থান পূর্বে কোনো জাতি পারেনি।
এখন খুব সাবধানে চলতে হবে, এগুতে হবে। প্রতিটা পদক্ষেপ সাবধানে নিতে হবে। এর জন্য অনেক মূল্য দিতে হলো। শত শত মায়ের বুক খালি হলো। হাজার হাজার মানুষ আহত, পঙ্গু।
সবাইকে সংযম দেখাতে হবে।
কেউ পতিত সরকারের, দলের কাউকে বিনা বিচারে আঘাত দেবেন না। প্রতিশোধের রাজনীতি বর্জন করার সময় এসেছে। এখনো অনেক পথ বাকি।
আমরা মাথা উঁচু করে চলবার জাতি।
আমরা কোন অন্যায়ের কাছে মাখা নত করি না। অন্যায় করবোও না। দুর্নীতি নির্মূল করতে আমরা হবো আরো কঠোর! অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের বিজয় চূড়ান্ত হবে ইনশাআল্লাহ!
কি অবিশ্বাস্য বিজয়!
আত্মত্যাগ স্বীকার করা সকল ছাত্র, জনতা, তাদের পরিবারের জন্য আমাদের অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসা, দোয়া। যারা নির্ভয়ে প্রাণ দিলে, তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না। তোমরা সর্বোচ্চ বীরত্বের প্রতীক। কয়েক হাত দূরে থাকা পুলিশের বন্দুকের সামনে বুক পেতে দেয়ার এরকম বীরত্বের ইতিহাস বাংলাদেশে খুব কম আছে। নির্ভয়ে তারা বুলেট আলিঙ্গন করে নিয়েছে। এতটা সাহসী আর কোনো জাতি আছে বলে আমার জানা নাই। আমরা আজীবন আমাদের বংশধরদের বলে যাবো এ বীরত্বের কাহিনী। নতুন প্রজন্মের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে।
আর আমাদের বাচ্চা বীর ছেলে-মেয়েরা!
বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কগন, তোমরা আমাদের মহানায়ক। তোমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা নেই। তোমরা অল্প বয়সের ছাত্র-ছাত্রী হয়েও যে বীরত্ব, ব্যক্তিত্ব দেখালে; আমরা বিস্মিত! কীভাবে পারলে? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সবাইকে প্রানঢালা ভালোবাসা। সকল ছাত্র-ছাত্রীদের জন্য ভালোবাসা।
বাংলাদেশের সব জনগণের সাপোর্ট ছাড়া এটা সম্ভব হতো না। আর বড় ত্যাগ স্বীকার করেছে খেটে খাওয়া, দীন এনে দীন খাওয়া মানুষগুলো। তাদের কীভাবে এ দুর্দিনে খাবার জুটেছে, চিকিৎসা হয়েছে? তাদের প্রতি কৃজ্ঞতার শেষ নাই।
এরূপ ইতিহাসের পুনরাবৃত্তি আর যেন না হয়। কোনো স্বৈরাচারের স্থান নেই বাংলার মাটিতে। কোনো দম্ভ, অহংকারের স্থান নেই বাংলাদেশে। আমাদের বাংলা সত্যিকারের সোনার বাংলা হিসেবে গড়ে উঠুক।
দেশ এগিয়ে নিতে আমরা বদ্ধপরিকর। আমরা মিলেমিশে একসাথে দেশ গড়বো।
তোরা সব জয়ধ্বনি কর!
অটোয়া, কানাডা