9 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

আয়না ঘর নামা!

আয়না ঘর নামা!
আয়না ঘর নামা

জীবনের এতগুলো বছর পার করেছি। নিজের চেহারা নায়িকার মতো না হলেও প্রতিনিয়ত নিজেকে আয়নাতে দেখতে কিন্তু এক অন্য রকম সুখ লাগে। এটা আমার অনুভূতি। আপনারটা অন্য রকম হতে পারে।

কিন্তু বিশ্বাস করেন জন্ম থেকে আজ পর্যন্ত আয়নাঘর কী তা আমি জানতাম না এমনকি কখনোই শুনি নি।

- Advertisement -

আজ যখন বিভিন্নভাবে পাওয়া খবরে এই মিরর রুমের কথা জানতে পারলাম তখন আমার ভাবনায় কতোটা নির্মমতার প্রতিচ্ছবি খেলা করে গেছে আমি বোঝাতে পারব না!

আপনারা অনেকেই হয়তো দ্যা মিরর রুম সম্পর্কে জানতেন কিংবা জানতে না। তবে এটা নিশ্চিত যে এখন আর কারোর জানতে বাকি নেই।

এটা নাকি এমন একটা ঘর যেখানে গু**ম করে আনা মানুষকে বন্দী করে রাখা হয়েছিল। তিন ফুট বাই তিন ফুট একেকটা ঘরে নাকি একেক জনকে রাখা হয়েছে বছরের পর বছর! এটাই হলো মিরর রুম ওরফে আয়না ঘর।

কিছু দিন আগে গণমাধ্যম সূত্রে জানা যায় এই আয়নাঘরের কথা।

দৈনিক প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী “সাবেক রাষ্ট্রদূত ক্যাপ্টেন (অব.) মারুফ জামান বলেন, তিনি দীর্ঘ ১৬ মাস আয়নাঘরে বন্দী ছিলেন। তিনি কখনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তিনি ‘আয়নাঘর’ তৈরি করার পেছনে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ কয়েকজনকে দায়ী করেন।

দীর্ঘ আট বছর পর গোয়েন্দা সংস্থার ‘গোপন বন্দীশালা’ থেকে মুক্ত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (বরখাস্ত) আবদুল্লাহিল আমান আযমী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আহমাদ বিন কাসেম (আরমান)। গতকাল সোমবার মধ্যরাতে তাঁদের রাজধানীর দিয়াবাড়ীতে ছেড়ে দেওয়া হয়।

‘আয়নাঘর’ নামে পরিচিত সেই কুঠুরিতে বছরের পর বছর মানুষকে আটকে রাখা হয়েছিল। সেখানে বন্দীদের চরম নির্যাতন করার অভিযোগ রয়েছে। শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর সেই আয়নাঘরের সামনে বিক্ষোভ করেছেন গুম হওয়াদের স্বজনেরা।
এই আয়নাঘরের মধ্যে এখনো কে কে আছেন তা পরিস্কারভাবে জানা যায় নি।

মোট কথা, আয়নাঘর হলো গু**ম হওয়া সকল মানুষের বন্দী করে নির্যাতন করার জায়গা। ষোল বছর ধরে যত মানুষ গু**ম হয়েছে আর তাদের পরিবারের ঘুম ছিল না তাদের এখন আশা যদি প্রিয় মানষটাকে এখনো জীবিত অবস্থায় ফিরে পাওয়া যায়। তাই আয়নাঘরের সামনে নাকি হারিয়ে যাওয়া মানুষের স্বজনরা ভিড় করে আছেন।

আমিও ভাবতাম এত মানুষ গু**ম করে রাখে কোথায়? আয়নাঘরের প্রত্যেকটা মানুষের মুক্তি দেওয়া হোক। প্রত্যকের সামনে ওপেন করে দেখানো হোক সেখানে কে কে আছে বা নেই। এখনো কেন আয়নাঘর দেখতে বাঁধা দেওয়া হচ্ছে?

আল্লাহ আপনাদের নিরাপদ রাখুন।

টরন্টো, কানাডা

- Advertisement -
পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

Related Articles

Latest Articles