
বলিউড অভিনেত্রী রীমা লাম্বা, যিনি মল্লিকা শেরাওয়াত নামেই পরিচিত। ২০০৩ সালে খোয়াহিশ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন মল্লিকা। এরপর মার্ডার, এমনকি চীনা চলচ্চিত্র দ্য মিথ-এ অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন।
সিনেমা জগতে ২২ বছর কাজ করার পর মল্লিকা শেরাওয়াত লস অ্যাঞ্জেলসে চলে যান। মার্কিন মুলুকের বিলাসবহুল শহর লস অ্যাঞ্জেলেসই এখন মল্লিকা শেরাওয়াতের স্থায়ী ঠিকানা। এই বলি সুন্দরীর সাধের বাংলোটি অবস্থিত বেভারলি হিলসে।
মল্লিকা নিজের লস অ্যাঞ্জেলসের এই বিরাট বাংলোর নানা ঝলক হামেশাই সামাজিক মাধ্যমে শেয়ার করে থাকেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে মল্লিকা তার বাড়ির ভিডিও শেয়ার করেছেন। সর্বশেষ সামাজিক মাধ্যমে যে রিলটি শেয়ার করেছেন, তার ক্যাপশনে লিখেছেন, ‘বাড়িতে ফিরে খুব ভালো লাগছে, লস অ্যাঞ্জেলস আমি তোমাকে মিস করেছি।’
অন্য একটি ভিডিওতে মল্লিকা তার এলএ ম্যানশন থেকে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে একটি সুইমিং পুল এবং প্রচুর গাছপালা রয়েছে। মল্লিকা শেরাওয়াতের বাড়িতে একটি ইনডোর সুইমিং পুল এবং লম্বা গাছে ঘেরা একটি বিশাল লন রয়েছে। তিনি প্রায়ই তার ইনস্টাগ্রামে সুন্দর আউটডোর স্পেসের ঝলক শেয়ার করেন। মল্লিকা শেরাওয়াতের প্রশস্ত বাড়িটিতে রয়েছে বড় ফ্রেঞ্চ দরজা এবং ভিনটেজ আসবাবপত্র। এ ছাড়া বাড়িটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এতে প্রচুর আলো, বাতাস, এবং সবুজের সমারোহ পাওয়া যায়। মল্লিকার লস অ্যাঞ্জেলসের এই বাড়ি একতলা। টালির মতো নকশা করা ছাদ। রঙ ধূসর। বাড়ির সামনে দেয়াল জুড়ে রয়েছে কাচের জানালা। বাইরে অনেকটা জায়গা জুড়ে রয়েছে বাগান। ঘরে বসেই কাচের জানালা দিয়ে বাগানের শোভা উপভোগ করার পুরোপুরি ব্যবস্থা করে রেখেছেন।