10.1 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

কত কিছু লিখতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না: পরীমনি

কত কিছু লিখতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না: পরীমনি - the Bengali Times
পরীমণি ছবি সংগৃহীত

চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক শরিফুল রাজের সন্তান শাহীম মুহাম্মদ পূণ্যর দুই বছর পূর্ণ হয়েছে। শুক্রবার মধ্যরাতে নিজের ফেসবুক পেজে ছেলের জন্মদিনের কেকের ভিডিও পোস্ট করেন তিনি।

ভিডিওতে দেখা যায়, মধ্যরাতে ছেলের জন্য আনা জন্মদিনের কেকের ওপর লেখা ছিল, ‘হ্যাপি বার্থডে মাই ডিয়ার সন পূণ্য’।

- Advertisement -

ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘আজকে আমার ছেলের জন্মদিন। দেখতে দেখতে দুই বছর হয়ে গেল। কত কিছু লিখতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছে…কিন্তু পারছি না কেন জানি। শুধু গলাটা ধরে আসছে কান্নায়। খুশিতে! আনন্দে।’

ছেলের জন্মদিনে প্রয়াত নানার অভাববোধ করছেন পরীমনি। সে বিষয়টি উল্লেখ করে তিনি লিখেছেন, ‘নানাভাইকে মিস করছি ভীষণ। হারানোর ক্ষত বুকে নিয়েই আমরা জীবনের আনন্দটুকু উদযাপন করতে চাই। আপনারা সবাই আমার বাচ্চাদের যে ভালোবাসা দিয়েছেন আমি সত্যি অনেক কৃতজ্ঞ সবার এই ভালোবাসার কাছে।’

২০২২ সালের ১০ আগস্ট জন্ম হয় শরিফুল রাজ-পরীমনি দম্পতির কোল আলো করে আসে পূণ্য। কয়েকমাস আগে একটি কন্যা সন্তান দন্তক নেন এই নায়িকা। কন্যা সন্তানের নাম সাফিরা সুলতানা প্রিয়ম। রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে পূণ্য ও কন্যা প্রিয়মকে নিয়েই কাটছে তার সংসার।

- Advertisement -

Related Articles

Latest Articles