4.7 C
Toronto
বুধবার, মার্চ ১৯, ২০২৫

অন্তর্বর্তী সরকার নিয়ে যা বললেন অভিনেত্রী প্রীতি জিনতা

অন্তর্বর্তী সরকার নিয়ে যা বললেন অভিনেত্রী প্রীতি জিনতা - the Bengali Times
অভিনেত্রী প্রীতি জিনতা

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন অভিনেত্রী প্রীতি জিনতা। তিনি বাংলাদেশের শান্তি কামনা করে এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) একটি পোস্ট করেছেন।

ওই পোস্টে প্রীতি লিখেছেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু মানুষের সঙ্গে যে হিংসার ঘটনা ঘটছে, তা দেখে আমি বিধ্বস্ত ও ভেঙে পড়েছি। মানুষকে হত্যা করা হচ্ছে। মানুষ ঘর হারাচ্ছে। সংখ্যালঘুদের প্রার্থনাস্থলে ভাঙচুর করা হচ্ছে। আশা করছি, নতুন সরকার এই ধরনের হিংসা বন্ধ করতে যথার্থ পদক্ষেপ গ্রহণ করবে। বাংলাদেশের নির্যাতিতদের জন্য আমি প্রার্থনা করছি।’

- Advertisement -

প্রীতির আগে সোনু সুদ, রবিনা ট্যান্ডন ও আদিল হুসেনও বাংলাদেশ নিয়ে সরব হয়েছেন।

রবিনা লিখেছিলেন, ‘নির্যাতিতদের জন্য আমার সমবেদনা রইল। অবিলম্বে এই হিংসা বন্ধ হোক। বিশ্ব নেতা ও নেটাগরিক এই হিংসার বিরুদ্ধে প্রতিবাদ করুন। এটা চুপ করে থাকার সময় নয়।’

অভিনেতা আদিল হুসেন লিখেন, ‘বাংলাদেশের ছবি ও ভিডিওগুলো সত্যিই হৃদয়বিদারক।

সূত্র: আনন্দবাজার।

- Advertisement -

Related Articles

Latest Articles