
মুম্বাইয়ে তিন দিনের ব্যয়বহুল বিয়ের আয়োজন শেষে চুটিয়ে মধুচন্দ্রিমায় মগ্ন সদ্য বিবাহিত অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। কয়েকদিন আগেই নবদম্পতিকে অলিম্পিক গেমসের আয়োজক ফ্রান্সের রাজধানী প্যারিসে দেখা গিয়েছিল। সেখানে সময় কাটিয়ে জাঁকজমকপূর্ণ মধুচন্দ্রিমার জন্য কোস্টারিকায় উড়ে গেছেন তারা।
প্রশান্ত মহাসাগরের তীরে কোস্টারিকার বিলাসবহুল রিসোর্ট ‘কাসা লাস ওলাস’-এ রয়েছেন অনন্ত ও রাধিকা। যার একরাতের ন্যূনতম ভাড়া ভারতীয় মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকা। এই রিসোর্ট ১৯ হাজার বর্গফুট এলাকা জুড়ে গড়ে উঠেছে।
মধ্য আমেরিকার দেশটির অভিবাসন মহাপরিচালকের বরাত দিয়ে দ্য টিকো টাইমস জানিয়েছে, নবদম্পতি ১ আগস্ট কোস্টারিকায় পৌঁছান। তারা ‘কাসা লাস ওলাস’ নামের একটি বিলাসবহুল ফোর সিজনস রিসোর্টে অবস্থান করছেন।
রিসোর্টের ওয়েবসাইট থেকে জানা গেছে, সেই হোটেলে এক রাত থাকতে হলে গুনতে হবে কমপক্ষে এক লাখ টাকা। তারপর ঘরের সংখ্যা এবং সুযোগ-সুবিধা অনুযায়ী খরচ বাড়তে থাকে। আম্বানির ছেলে ও তার পুত্রবধূ এই রিসোর্টের যে ভিলায় রয়েছেন সেখানে মোট ৬টি বেডরুম রয়েছে। দ্য টিকো টাইমস সূত্রে জানা যায়, অনন্ত এবং রাধিকা যে ভিলায় রয়েছেন, সেখানে এক রাতের খরচ ভারতীয় মুদ্রায় ৩০ লাখ টাকার কাছাকাছি।
কাসা লাস ওলাসের ওয়েবসাইটে আরও বলা হয়েছে, তাদের রিসোর্টে রয়েছে ছোটদের জন্য ঘর বা চিলড্রেন্স রুম। যা সাজানো হয়েছে বাঙ্ক বেড ও পড়াশোনার যাবতীয় সামগ্রীতে। এছাড়াও রিসোর্টটিতে রয়েছে মিডিয়া রুম, জিম, ১০০ ফুটের সুইমিং পুল ও আউটডোর বিনোদনের জায়গা।
এছাড়াও অতিথিদের ব্যক্তিগত রাঁধুনি নিয়ে আসার অনুমতি দিয়েছি কাসা লাস ওলাস। প্রাইভেট বারে নিজের পছন্দের সুরে গলা ভেজানোর রয়েছে সুযোগ। পাশাপাশি, যোগ-ব্যায়াম, মেডিটেশন ও ওয়ার্ক আউটের জন্য ব্যক্তিগত ট্রেনার রাখতে পারবেন অতিথিরা। তবে তার জন্য দিতে হবে অতিরিক্ত টাকা।
বছরের ৪ ঋতুর যেকোনো সময়ে সেখানে রুম ভাড়া নিলে যে দুর্দান্ত দিন কাটবে, তা বলা বাহুল্য। বিস্তৃত খোলা জায়গা এবং ঘন পাম গাছের মধ্যে অবস্থিত এই অতি বিলাসবহুল রিসোর্টটি শহুরে বিশৃঙ্খলা থেকে নির্মল প্রশান্তি দেয়।
উল্লেখ্য, গত ১২ জুলাই মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে বসেছিল অনন্ত-রাধিকার বিয়ের আসর। তিন দিনের এই বিয়ের অনুষ্ঠানে দেশ-বিদেশের একাধিক তারকা, রাজনীতিক, শিল্পপতিরা এসেছিলেন।
বিয়ের পর ‘ভালবাসার শহর’ প্যারিসে উড়ে গিয়েছিলেন অনন্ত এবং রাধিকা। তবে তাদের সঙ্গে ছিল আম্বানি পরিবারের অন্য সদস্যরাও। সেখানে অনন্ত এবং রাধিকার সঙ্গে ছিলেন মুকেশ আম্বানি, মুকেশ-পত্নী নীতা আম্বানি, মুকেশের কন্যা ইশা আম্বানি এবং তার স্বামী আনন্দ পরিমল। নীতা আম্বানি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য।
গুঞ্জন উঠেছে, অনন্ত এবং রাধিকার বিবাহ-পরবর্তী অনুষ্ঠান হতে পারে লন্ডনে। তবে সেই অনুষ্ঠানে কাদের নিমন্ত্রণ করা হবে, এমনকি দিনক্ষণ পর্যন্ত জানা যায়নি।