9.6 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

খোলামেলা পোশাকের কারণেই শাহরুখের সঙ্গে ছবি করেননি অভিনেত্রী

খোলামেলা পোশাকের কারণেই শাহরুখের সঙ্গে ছবি করেননি অভিনেত্রী
শাহরুখ খান রবিনা ট্যান্ডন

বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে একটি ছবিতে অভিনয় করার কথা ছিল রবিনা ট্যান্ডনের। সবকিছু ফাইনাল হওয়ার পরও শেষ মুহূর্তে না বলে দেন অভিনেত্রী।

ছবিতে রবিনাকে যে পোশাক পরতে বলা হয়েছিল তা পছন্দ হয়নি অভিনেত্রীর। যে কারণে ছবিটি না করার সিদ্ধান্ত নেন তিনি।

- Advertisement -

এক সাক্ষাৎকারে রবিনা বলেন, শাহরুখ খানের সঙ্গে একটি ছবিতে কাজ করার কথা ছিল। ছবির চুক্তিও প্রায় সই করেই ফেলেছিলাম; কিন্তু সমস্যা তৈরি হয় পোশাক নিয়ে আলোচনার দিন। সত্যিই খুব অদ্ভুত ধরনের পোশাক ছিল। এ ধরনের পোশাক পরতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করতাম না।

রবিনা ছবিতে কাজ করছেন না শুনে শাহরুখ বলেছিলেন, ‘তুমি কি পাগল হয়ে গিয়েছ? এখন কেন ছবি থেকে বেরিয়ে যাচ্ছ?’

রবিনা জানান, সেই ছবিতে কাজ শুরুর আগে শাহরুখ খানের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে উঠেছিল। অভিনেত্রী বলেছিলেন, ‘শাহরুখ খুবই আন্তরিক একজন ভদ্র মানুষ। তিনি মজা করতে পছন্দ করেন। আমি তাকে বলেছিলাম, এই পোশাক আমি পরতে পারব না। এমন পোশাক পরতেই খুব অদ্ভুত লাগবে আমার।’

শাহরুখের ক্যারিয়ারের অন্যতম সফল ছবি ‘ডর’। জুহি চাওলা অভিনীত চরিত্রটির প্রস্তাব পেয়েছিলেন রবিনা।

- Advertisement -

Related Articles

Latest Articles