4.7 C
Toronto
বুধবার, মার্চ ১৯, ২০২৫

ধানমন্ডির রাস্তায় দুই কোটি টাকার ল্যান্ড ক্রুজার ফেলে গেল কে?

ধানমন্ডির রাস্তায় দুই কোটি টাকার ল্যান্ড ক্রুজার ফেলে গেল কে? - the Bengali Times
বিলাসবহুল গাড়ি ল্যান্ড ক্রুজার

রোববার সকাল থেকেই ধানমন্ডি এলাকায় পড়ে আছে একটি গাড়ি। তবে সেটি যেনতেন কোনো গাড়ি নয়। নামিদামি ব্র্যান্ডের বিলাসবহুল এক গাড়ি। ল্যান্ড ক্রুজার গাড়ি। তবে এত দামি এই গাড়িটি কে বা কারা এখানে ফেলে রেখে গেছে তা জানা যায়নি। সকাল থেকে নির্দিষ্ট এক স্থানেই গাড়িটি পড়ে ছিল। গাড়িটির আনুমানিক দাম প্রায় দুই কোটি টাকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে গাড়িটি এখানেই পড়ে আছে। দীর্ঘক্ষণ দাঁড়ানো দেখে সন্দেহ হয় অনেকের। এরপর সামনে গিয়ে গাড়িটি আনলক অবস্থায় দেখা গেছে। তারা খুলে দেখেন কেউ নেই গাড়ির ভেতরে।

- Advertisement -

পরে রোববার (১৮ আগস্ট) দিবাগত মধ্যরাতে সেনাবাহিনীর সহযোগিতায় গাড়িটি র‍্যাকারে করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

গাড়ির নম্বর প্লেটে দেখা গেছে, এর নম্বর- ঢাকা মেট্রো -ঘ ২১-৮৪৫৬। আনুমানিক মূল্য প্রায় দুই কোটি। মালিকহীন গাড়িটি দীর্ঘসময় একই স্থানে থাকায় কে বা কারা গাড়িটির লুকিং গ্লাস খুলে নিয়ে গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ট্রাফিক অ্যালার্ট গ্রুপে জুনায়েদ কামাল নামের একজন এই গাড়িটি নিয়ে রাত ১টার দিকে একটি পোস্ট দিয়ে লিখেছেন, ধানমন্ডির বাইতুল আমান মসজিদের সামনের দিকের রাস্তায় কেউ একজন ল্যান্ড ক্রুজার গাড়ি ফেলে গেছেন। রোববার সকাল থেকে গাড়িটি এখানে পড়ে আছে, গাড়িটি আনলক অবস্থায় আছে। কেউ কি এর মালিককে চিনেন?

- Advertisement -

Related Articles

Latest Articles