0.2 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

অলিম্পিকের পদকজয়ী এখন রেস্টুরেন্টের খাবার পরিবেশক

অলিম্পিকের পদকজয়ী এখন রেস্টুরেন্টের খাবার পরিবেশক
চীনের ১৮ বছর বয়সী জিমন্যাস্টস ঝু ইয়াকিন

প্যারিস অলিম্পিকের মেয়েদের জিমন্যাস্টিকসে ব্যালেন্স বিম ইভেন্টে রুপা জিতে আলোচনায় এসেছিলেন চীনের ১৮ বছর বয়সী জিমন্যাস্টস ঝু ইয়াকিন। যেখানে সোনা ও ব্রোঞ্জজয়ী ইতালিয়ান আলিস দি আমাতো ও ম্যানিলা এস্পোসিতো পদকে কামড় দেওয়ার পোজ দিচ্ছিলেন। আড়চোখে সেদিকে তাকিয়ে কিছুটা লজ্জা মুখে হাসি দিয়ে ইয়াকিনও একই পোজ দেন। সেই ভিডিও নেট দুনিয়ায় যা রীতিমতো ভাইরাল হয়ে যায়।

প্যারিস অলিম্পিকের পর্দা নেমেছে এক সপ্তাহ পেরিয়েছে। এবার নতুন করে আবারও আলোচনায় এসেছেন ইয়াকিন। তবে এবার জিমন্যাস্ট বা পদক দিয়ে নয়। চীনের একটি রেস্টুরেন্টে ইয়াকিনের খাবার পরিবেশনের ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

- Advertisement -

এমবাপ্পের মতোই অভিষেকে নিষ্প্রভ আলভারেজএমবাপ্পের মতোই অভিষেকে নিষ্প্রভ আলভারেজ
দেশটির সংবাদ মাধ্যমের খবর অনুসারে, যে রেস্টুরেন্টে ইয়াকিন খাবার পরিবেশন করছেন, সেটা তার বাবা-মায়ের। এটি চীনের হুনান প্রদেশের হেংইয়াংয়ে অবস্থিত। মূলত সেখানেই পরিবার নিয়ে থাকেন ইয়াকিন। জিমন্যাস্টিকসের পাশাপাশি সময় পেলেই সে রেস্টুরেন্টে বাবা-মার কাজে সহযোগিতা করেন রুপাজয়ী এ তারকা।

খুব ছোট্ট বেলা থেকেই জিমন্যাস্টিকসে পারদর্শী ইয়াকিন। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তিন বছর বয়সেই জিমন্যাস্টিকসের অনুশীলন শুরু করেন তিনি। এর আগে ২০২০ সালে চাইনিজ চ্যাম্পিয়নশিপের সিনিয়র লেভেলের ব্যালেন্স বিম ইভেন্টে সোনা জেতেন ইয়াকিন। এছাড়া চীনের ন্যাশনাল গেমস ও বিশ্ব চ্যাম্পিয়নশিপেও স্বর্ণ জিতেছেন তিনি।

প্যারিস অলিম্পিকে কিংবদন্তি জিমন্যাস্টস সিমোনে বাইলসের চেয়ে এগিয়ে থেকে এ ইভেন্টে কোয়ালিফাই করেন। কিন্তু মূল পর্বে অল্পের জন্য সোনা হাতছাড়া হয় ইয়াকিনের। এ ইভেন্টে দি’আমাতো ১৪.৩৬৬ স্কোর করে সোনা জেতেন। অন্যদিকে রুপা জেতা ইয়াকিনের স্কোর ছিল ১৪.১০০।

- Advertisement -

Related Articles

Latest Articles