-0.1 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

কানাডা সফর করবেন না জো রোগান

কানাডা সফর করবেন না জো রোগান
কানাডা সফর করবেন না জো রোগান

কানাডা সফর করবেন না বলে জানিয়েছেন জো রোগান। কারণ হিসেবে তিনি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও দেশটির পরিহাসের বাক স্বাধীনতা আইনের কথা বলেন।

১৯ জুলাই প্রকাশিত কমেডিয়ান স্যাম মোরিলের সঙ্গে তার পডকাস্ট দ্য জো রোগান এক্সপিরিয়েন্সে বসেন। এটি ছিল ২ ঘণ্টা ৪২ মিনিটের একটি পর্ব। পর্বের শেষ দিকে তাদের আলোচনা কানাডা ইস্যুতে মোড় নেয়। মোরিল এ সময় আমেরিকান রাজনীতির সঙ্গে একমত নন এমন সমালোচনাকারীদের কানাডায় চলে যাওয়ার হুমকি নিয়ে মজা করেন।

- Advertisement -

পডকাস্টের ১৪৮ মিনিটের মাথায় এসে রোগান পরিহাসের মুক্ত মত আইনের প্রসঙ্গ তুলে কানাডাকে আরও খারাপ বলে মন্তব্য করেন। রোগান বলেন, অনেক ব্যাপারে তারা আপনার ওপর চেপে বসতে পারে। যারা বিক্ষোভ করেছিল ও ট্রাক চালকদের ব্যাংক অ্যাকাউন্ট তারা অবরুদ্ধ করেছে। ট্রাক চালকদের যারা অর্থ সহায়তা দিচ্ছিলেন তাদের ব্যাংক অ্যাকাউন্টও রুদ্ধ করা হয়েছে। এই প্রশাসনের অধীনে অন্তত এটা ভালো জায়গা নয়।

কোডিড বিধিনিষেধের প্রতিবাদে কানাডিয়ান ট্রাক চালকরা ২০২২ সালের জানুয়ারিতে একাধিক বিক্ষোভে জড়ো হন, যার না দেওয়া হয় ফ্রিডম কনভয়। কনভয় শেষ পর্যন্ত ডাউনটাউন অটোয়াতে স্থায়ী হয়, যা স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক কর্মকা-ে বিঘœ সৃষ্টি করে। পাশাপাশি তারা কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্ত বন্ধ করে দেয়।

এর পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ট্রুডো জরুরি আইন প্রয়োগ করেন। এর ফলে ২০০ এর বেশি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করা হয়েছে। এসব ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিক্ষোভে অণুদান দেওয়া হয় বলে শোনা যায়। জরুরি আইন প্রয়োগের সিদ্ধান্তের বিষয়টি তদন্তের জন্য রোলো কমিশন গঠন করা হয়। তাতে জরুরি আইনের পক্ষে যুক্তি খুঁজে পায় কমিশন। তবে চলতি বছরের জানুয়ারিতে ফেডারেল কোর্টের এক বিচারক জরুরি আইন ফিরিয়ে আনার সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে রায় দেন।

পডকাস্টে রোগান বলেন, কানাডা এক পাশে চলে গেছে এবং দশ বছর আগে যেমনটা ছিল এখন আর নেই। যদিও তিনি টরন্টো, মন্ট্রিয়ল ও ভ্যানকুভার ভ্রমণ ভালোবাসতেন।

- Advertisement -

Related Articles

Latest Articles