12.9 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

‘আ. লীগের ওপর গজব সবে শুরু’ ফেসবুকে গোলাম মাওলা রনি

‘আ. লীগের ওপর গজব সবে শুরু’ ফেসবুকে গোলাম মাওলা রনি - the Bengali Times
গোলাম মাওলা রনি

কলামিস্ট ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, ‘শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের পরিণতি সম্পর্কে বলা যায়- তাদের উপর আল্লাহর গজব সবে শুরু হয়েছে। গজবের চূড়ান্ত রূপ যে আরো কতো ভয়ংকর হবে তা এখনো আন্দাজ করা যাচ্ছে না।’

শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে সাবেক এ সংসদ সদস্য লিখেছেন, ‘জামাত নেতা কাদের মোল্লার ছেলের অপরাধ ছিল ফাঁসিতে মৃত্যু হওয়ার পর সে তার পিতার লাশ স্পর্শ করে কেঁদেছিল। আর এই অপরাধে তাকে ধরে নিয়ে জেলে ঢোকানো হয়েছিল।’

- Advertisement -

তিনি লেখেন, ‘মীর কাশিমের ছেলে ব্যারিস্টার আরমানকে কেন আয়না ঘরে ঢুকিয়ে রেখেছিল তা আমি জানি না। তবে অনুমান করি- পিতার জন্য সে আইনি লড়াই করেছিল। আর গোলাম আজম পুত্র বিগ্রেডিয়ার আজমীর আয়নাঘরের করুণ কাহিনী শুনলে পশুর চোখেও পানি চলে আসবে।’

‘বিএনপি নেতা সালাউদ্দিনের আয়নাঘরে বন্দিদশা এবং পরে ভারতে ফেলে আসার কাহিনী শুনলে শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের পরিণতি সম্পর্কে বলা যায়- তাদের উপর আল্লাহর গজব সবে শুরু হয়েছে। গজবের চূড়ান্ত রূপ যে আরো কত ভয়ংকর হবে তা এখনো আন্দাজ করা যাচ্ছে না।’

- Advertisement -

Related Articles

Latest Articles