
দিনের ব্যস্ততম সময়। রাস্তা দিয়ে হু হু করে গাড়ি চলছে। পথচারীরা নিজের গন্তব্যের দিকে চলেছেন। হঠাৎই রাস্তার ধারে টাঙানো বড় ডিজিটাল বিজ্ঞাপন বোর্ডের দিকে নজর পড়তেই থ হয়ে গেলেন সকলে। যে বোর্ডে সব সময় কোনো না কোনো সংস্থার বিজ্ঞাপন চলে, সেই বোর্ডেই চলছে পর্ন ভিডিও।
কেউ ফুটপাথে দাঁড়িয়ে, কেউ আবার চলন্ত গাড়ি থেকে মুখ বের করে দেখছেন। সকলেরই নজর বিলবোর্ডে। রাজধানী দিল্লির অন্যতম জনপ্রিয় এলাকা কনৌট প্লেসে একটি ডিজিটাল বিলবোর্ড বা বিজ্ঞাপন বোর্ডে এমন ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নয়াদিল্লি পুরসভা (এনডিএমসি) এলাকার এইচ ব্লকে রাস্তায় ঝোলানো এক বিলবোর্ডে ঘটনাটি ঘটেছে। কর্তৃপক্ষের দাবি, কোনো কারণে ওই বিলবোর্ড হ্যাক হয়েছিল। সেই থেকেই বিপত্তি। এনডিএমসি জানিয়েছে, ওই বিলবোর্ডে দুটি অংশ রয়েছে। একটিতে ডিজিটাল বিজ্ঞাপন চলে, অপরটি ‘ইন্টারঅ্যাক্টিভ টাচস্ক্রিন’। বিলবোর্ডের দুটি অংশই সার্ভার দ্বারা পরিচালিত। অ্যান্টিভাইরাস দ্বারা সুরক্ষিত।
লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ৩লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ৩
এমন পরিস্থিতিতে কী ভাবে জনবহুল এলাকার বিলবোর্ডে পর্নোগ্রাফি ভিডিও চলল তা নিয়ে ধন্দে এনডিএমসি। তাদের মতে, শহরজুড়ে এনডিএমসি বিনামূল্যে ওয়াইফাই প্রদান করে থাকে। সেই থেকেই কোনোভাবে হ্যাক হয়েছে। দিল্লি পুলিশের কাছে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছে এনডিএমসি। তদন্ত শুরু করেছে পুলিশ।