
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়ার দাম্পত্য কলহ নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন চলছে বলিপাড়ায়। তবে এ নিয়ে স্পষ্ট মুখ খোলেননি কেউই। শুধুই গুঞ্জনে রয়েছে, ঐশ্বরিয়াকে নিয়ে নাকি বচ্চন পরিবারে তুমুল অশান্তি। এমনকী রটে গেছে, অভিষেক ও ঐশ্বরিয়া নাকি আলাদা রয়েছেন, খুব শীঘ্রই বিচ্ছেদরও ঘোষণা করবেন তারা।
ঠিক এই গুঞ্জনের মাঝেই সংসার, ক্যারিয়ার নিয়ে মুখ খুললেন ঐশ্বরিয়া। স্পষ্টই জানালেন, এই মুহূর্তে তাঁর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কী?
সম্প্রতি নেটপাড়ায় ভাইরাল হয়েছে ঐশ্বরিয়ার একটি সাক্ষাৎকার। যেখানে স্পষ্ট তিনি জানিয়েছেন, ‘কোনোমতেই অভিনয় ছাড়ছি না। এমনকী, সংসারও নয়। কেননা, দুটোই আমার জন্য সমান গুরুত্বপূর্ণ। দুটোই আমার কাছে মূল্যবানও।’
শোনা যায়, ননদ শ্বেতা ও শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে কোন্দলের জন্যই নাকি ঐশ্বরিয়া রাই বচ্চন বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। বলিপাড়ার অন্দরে মাসখানেক ধরেই এমন গুঞ্জন। সম্পত্তির জেরেই নাকি এমন বিবাদ! জুনিয়র দম্পতিও একাধিক অনুষ্ঠানে আলাদা উপস্থিতিতে সেই গুঞ্জনের পালে হাওয়া দিয়েছেন।
প্রসঙ্গত, আগের মতো আর ঘন ঘন সিনেমা করেন না ঐশ্বরিয়া। বরং খুব বেছেই অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছেন। অভিনেত্রীকে শেষ দেখা গেছে মণিরত্নমের ‘পোন্নিয়িন সেলভান ২’ ছবিতে। তবে নিজের স্টার ইমেজকে ধরে রাখার জন্য বিজ্ঞাপন এবং কান চলচ্চিত্র উৎসবে নিজেকে মেলে ধরেন তিনি।