
বন ব্যবস্থাপনা নীতি জ্যাস্পার ন্যাশনাল পার্কে ভয়াবহ অগ্নিকা-ে ভূমিকা রেখেছে বলে যে অভিযোগ উঠেছে পার্কস কানাডার কর্মকর্তা ও রাজনীতিবিদরা ক্ষোভের সঙ্গে তা অস্বীকার করেছেন। অগ্নিকা-ে টাউনসাইটটির এক-তৃতীয়াংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
মানুষের চেয়ে প্রকৃতিকে বেশি গুরুত্ব দিচ্ছে যে বক্তব্য দেওয়া হচ্ছে তা হাস্যকর। খোলাখুলিভাবে বললে, এটা আক্রমণাত্মক। আমাদের কর্মী, অতিথি এবং যাদের সঙ্গে আমরা কাজ করি তাদের সুরক্ষার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিছু পার্কস কানাডার কাছে নেই।
যদিও দমকল কর্মকর্তারা বলেছেন, জ্যাস্পার টাউনসাইটের মধ্যকার আগুন দ্রুতই নেভানো হয়েছে এবং অগ্নিকা-ের বিরুদ্ধে অগ্রগতি এসেছে। তবে এডমন্টনের ৩৬০ কিলোমিটার পশ্চিমে রকি মাউন্টেইনে তখনও আগুন জ¦লছিল।
আগুন ছড়িয়ে পড়ার গতির কারণে ২৯ জুলাই কমিউনিটির ভেতরের ও আশপাশের ২০ হাজারের বেশি মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এবং টাউনের ৩০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফেডারেল পরিবেশমন্ত্রী স্টিভেন গাইলবোল্ট বলেন, ওইসব বাসিন্দাদের ফিরে আসার মঞ্চ উন্নয়ন করা হচ্ছে। যদিও কবে নাগাদ তা শেষ হবে জানাননি তিনি। পার্কের মধ্য দিয়ে চলে যাওয়া মহাসড়কটি বন্ধ রয়েছে।
হলম্যান বলেন, ১৯৯৬ সাল থেকেই প্রেসক্রাইবড বার্ন ব্যবহার করছে জ্যাস্পার। গত এক দশকে জ্যাস্পার ১৫টি প্রেসক্রাইবড বার্ণ করেছে, যার আওতায় ছিল হাজার হাজার হেক্টর জমি।
পার্কস কানাডার পক্ষে নিজের অবস্থানের কথা জানিয়েছেন জ্যাস্পারের মেয়র রিচার্ড আয়ারল্যান্ড। তিনি বলেন, পার্কে মাউন্টেইন পাইল বিটলের ক্ষতি এতোটাই ব্যাপক হয়েছে যে, সবগুলো মরা গাছ সরিয়ে নেওয়া প্রায় অসম্ভব।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.