-3.8 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

গ্রাহকের অভাব নেই চিকিৎসকদের

গ্রাহকের অভাব নেই চিকিৎসকদের
ফোর্ডের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্যমন্ত্রী সিলভিয়া জোন্সও উদ্যোগটির পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন

চিকিৎসকদের বদলে ফার্মাসিস্টদের আরও বেশি রোগের ব্যবস্থাপত্র দেওয়ার সুযোগদানের পক্ষে তার সরকারের অবস্থানের পক্ষে সাফাই গেয়েছেন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড। তিনি বলেছেন, তার সরকরা যতগুলো পদক্ষেপ নিয়েছে এটি তার মধ্যে সবচেয়ে জনপ্রিয়।

ফোর্ড সরকার সম্প্রতি এক ঘোষণায় বলেছে, ফার্মাসিস্টদের কাছ থেকে চিকিৎসা পাওয়া রোগীর সংখ্যা বৃদ্ধির ব্যাপারে তারা পরামর্শ গ্রহণ শুরু করে দিয়েছে। ফোর্ড বলেন, আপনারা জানেন যে, আমাদের রোগীর ভিড় আছে। গ্রাহকের অভাব নেই চিকিৎসকদের।

- Advertisement -

২০২৩ সালের জানুয়ারিতে সরকার ঠান্ড, চোখ ওঠা এবং মূত্রনালীর সংক্রমণের মতো সমস্যায় লোকজনকে ফার্মাসিস্টদের সঙ্গে পরামর্শ করার অনুমোদন দেয়। তারপর থেকে ফার্মাসিস্টরা চিকিৎসার জন্য ১০ লাখের বেশি মূল্যায়ন করেছেন এবং সেগুলোর বিপরীতে ব্যবস্থাপত্র দিয়েছেন।

নতুন ঘোষণায় ফার্মাসিস্টদের গলা ব্যথা, মৃদু মাথাব্যথা এবং ইনসমনিয়ার মতো ঘুমের সমস্যার চিকিৎসারও অনুমতির কথা বলেছে। কিন্তু অন্টারিও মেডিকেল অ্যাসোসিয়েশন (ওএমএ) এই উদ্যোগের বিরোধিতা করেছে। সেই সঙ্গে চিকিৎসকরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে এর বিরুদ্ধে সরব হয়েছেন।

সামজিক যোগাযোগ মাধ্যম এক্সে সম্প্রতি করা এক পোস্টে ওএমএ বলেছে, উদ্যোগটি এরই মধ্যে ভঙ্গুর স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে খ-িত করতে পারে এবং রোগীদের সুরক্ষা হুমকিতে পড়তে পারে, যা নিয়ে তারা উদ্বিগ্ন। ওষুধ দেওয়ার ক্ষেত্রে ফার্মাসিস্টরা বিশেষজ্ঞ। তবে ব্যবস্থাপত্র দেওয়া ও রোগ নির্ণয়ে কোনো প্রশিক্ষণ তাদের নেই। অনেকেই এটা অনুধাবন করতে পারেন না যে, বিকল্প পথে স্বাস্থ্যসেবা পাওয়ার অর্থ হচ্ছে চিকিৎক অথবা বৃহৎ স্বাস্থ্যসেবা দলের সঙ্গে তাদের সংযোগ তৈরি না হওয়া। এই বিভক্তি রোগীদের বিপদের মধ্যে ফেলে দিতে পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া অন্য পোস্টগুলোতে অনেক চিকিৎসক বলার চেষ্টা করেছেন যে, ফার্মাসিস্টদের কোনো রেফারেল তারা গ্রহণ করবেন না। কারণ, ফার্মাসিস্টরা প্রশিক্ষিত নন। যেমন মাথাব্যথা ব্রেইন টিউমারের মতো গুরুতর সমস্যার ফলাফল কিনা তা তারা জানেন না।

তবে ফোর্ডের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্যমন্ত্রী সিলভিয়া জোন্সও উদ্যোগটির পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, এটা আসলে স্বাস্থ্যসেবা প্রাপ্তি উন্নত করতে।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles