
ড. ইউনুস সরকারই একমাত্র সরকার যারা সময় পেলে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করে একটা দীর্ঘস্হায়ী টেকসই গনতান্ত্রিক সরকার পদ্ধতির দিকে দেশকে এগিয়ে দিতে পারে। যে গনতান্ত্রিক পদ্ধতিই গ্যারান্টি দিবে আইনের শাসন, জবাবদিহিতা এবং বাক স্বাধীনতাসহ মৌলিক অধিকারসুমহের। কিন্তু এই সরকারকে ব্যর্থ করে দিতে নানামুখী ষড়যন্ত্রমুলক কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। ষড়যন্ত্রের কিছু নমুনাঃ
১। স্বল্পদিনের ও অস্হায়ী সরকারের কাছে নানা দাবী দাওয়া উপস্হাপন ও চাপ প্রয়োগ করা। বদলী, প্রমোশন, চাকুরী জাতীয়করণ ইত্যাদি।
২। যাকে তাকে গ্রেফতার করা হলেই ঢালাওভাবে হত্যা মামলা দায়ের করে মামলার মেরিট নষ্ট করে দেয়া ও জনগণের কাছে হাস্যকর করে তোলা
৩। যথাযথ সংস্কার ব্যতিরিকেই বার বার দ্রুত নির্বাচনের দাবী তোলা
৪। সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানিমুলক প্রচার ও প্রপাগান্ডা চালানো
৫। বিগত সরকারের রেখে যাওয়া দুর্নীতি ও অব্যবস্হাপনার দায় বর্তমান সরকারের কাঁধে চাপানোর চেষ্টা করা
৬। শিক্ষা প্রতিষ্ঠানসহ যে কোন প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতি ও দালালীর অভিযোগে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে শাস্তির পরিবর্তে জোরপূর্বক পদত্যাগ করিয়ে নেবার জবরদস্তি প্রচেষ্টা করা
৭। দেশের ভঙ্গুর আইন শৃংক্ষলা বাহিনীকে সাহায্য করে সমাজে শান্তি প্রতিষ্ঠার পরিবর্তে দুর্বলতাকে হাইলাইট করে সরকারকে অস্হিতিশীল করার চেষ্টা
৮। স্ব স্ব দলীয় আদর্শ নিয়ে জনগণের কাছে যাওয়ার পরিবর্তে সরকারের কাছে নানা তন্ত্র মন্ত্র কায়েমের দাবী তোলা
৯। ভারতীয় শাসক গোষ্ঠীসহ দেশী ও আন্তর্জাতিক অব্যাহত চক্রান্ত
সচেতন বিপ্লবী ছাত্রসমাজকে ভ্যানগার্ড হিসেবে পাহারা দিয়ে উপরোক্ত সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিতে হবে এবং প্রয়োজনীয় সংস্কার করতে সরকারকে সহায়তা করে সুষ্ঠ ও অবাধ নির্বাচনের দিকে দেশকে এগিয়ে দিতে হবে।
স্কারবোরো, কানাডা