9.7 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

পরকীয়ার জেরে মেয়েকে গলা কেটে খুন মায়ের

পরকীয়ার জেরে মেয়েকে গলা কেটে খুন মায়ের
সুটকেসে নিহত শিশু ও পাশে তার মা

স্বামী, সংসার ছেড়ে অনেক দিন ধরে পরকীয়া প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে চাইছিলেন এক নারী। কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছিল তিন বছরের ছোট কন্যা। তাকে প্রথমে নিজের সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন ওই নারী। কিন্তু প্রেমিক রাজি হয়নি। তাই তাকে খুন করে দেহ সুটকেসে ভরে একটি ঝোঁপে ফেলে দেন।

শনিবার ভারতের বিহারের মজফ‌্ফরপুরের মিনাপুর থেকে উদ্ধার হয় সুটকেসবন্দি শিশুর দেহ। স্থানীয়রা সেই দেহ দেখে খবর দেন পুলিশকে। পুলিশ তদন্ত শুরু করে। গঠন করা হয় বিশেষ তদন্তকারী দল (সিট)। শিশুটির বাড়িতে পৌঁছান তদন্তকারীরা। সঙ্গে ছিল ফরেন্সিক দল।

- Advertisement -

বাড়ির মেঝে, ছাদ, ওয়াশ বেসিনে রক্তের দাগ দেখতে পান ফরেন্সিক তদন্তকারীরা। যদিও সেখানে ছিলেন না শিশুটির মা কাজল। এর পর তার ফোনে আড়ি পাতে পুলিশ। জানতে পারে ঘটনার দিন স্বামীকে ফোন করেছিলেন তিনি। জানিয়েছিলেন, এক আত্মীয়ার বাড়িতে যাচ্ছেন।

স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মনোজ। তার ভিত্তিতে এফআইআর দায়ের করে পুলিশ। এর পর কাজলের ফোনের টাওয়ারের অবস্থান খতিয়ে দেখে খোঁজ শুরু করে পুলিশ। প্রেমিকের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

মুজফ‌্ফরপুর পুলিশের প্রধান অবধেশ দীক্ষিত জানিয়েছেন, জেরায় খুনের কথা স্বীকার করেছেন কাজল। তিনি জানিয়েছেন, গত দুই বছর ধরে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল তার। মেয়ে সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু প্রেমিক বাধা দেন। তখন কী করবেন বুঝে উঠতে পারেননি তিনি। শেষে গলা কেটে কন্যাকে খুন করে তার দেহ সুটকেসে ভরে ফেলে দেন। তার পর বাড়ির পাশেই ফেলে দেন সুটকেস।

দীক্ষিত আরও জানিয়েছেন, নিয়মিত ‘ক্রাইম পেট্রল’ দেখতেন। তা দেখেই ছক কষেছিলেন। তবে এই ঘটনায় প্রেমিকের কোনো ভূমিকা নেই বলেই মনে করছে পুলিশ। তাই তাকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন দীক্ষিত।

- Advertisement -

Related Articles

Latest Articles