12.9 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

শ্যালকের স্ত্রীকে বিয়ে করতে না পেরে শ্বশুরবাড়িতে আগুন, নিহত ৫

শ্যালকের স্ত্রীকে বিয়ে করতে না পেরে শ্বশুরবাড়িতে আগুন, নিহত ৫ - the Bengali Times
আগুন প্রতীকী ছবি

স্ত্রী মারা গিয়েছেন দুই বছর আগে। তবুও শ্বশুরবাড়িতে যাতায়াত ছিল জামাই রমজান শেখের। শুক্রবার রাতে শ্বশুরবাড়িতে গিয়ে শ্যালকের স্ত্রীকে বিয়ের প্রস্তাব দেন তিনি। প্রস্তাব মেনে না নেওয়ায় আচমকা বাড়িতে আগুন লাগিয়ে দেন। এতে রমজান শেখসহ পাঁচ জনের মৃত্যু হয়।

ঘটনাটি ঘটেছে ভারতের মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার বাহালনগর গ্রামে। নিহতরা হলেন- কুবরা বিবি (৬২), তাহিরা বিবি (২৮), তৌফিক শেখ (৪), মর্জিম শেখ (৭০) ও রমজান শেখ (৪০)। গুরুতর আহত অবস্থায় সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতাল ও বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে সাতজন ভর্তি আছেন।

- Advertisement -

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, কয়েক বছর আগে তার স্ত্রীর মৃত্যু হলেও শ্বশুরবাড়িতে ছিল নিত্য যাতায়াত রমজানের। আর এর মধ্যেই দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে শ্যালকের স্ত্রীকে বিয়ে করার প্রস্তাব দিয়ে যাচ্ছিল সে। কিন্তু সেই প্রস্তাব মেনে না নেওয়ায় গত শুক্রবার রাতে শ্বশুরবাড়িতে দাহ্য তরল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় অভিযুক্ত জামাই।

প্রতিবেশীদের দাবি, আগুন লাগার পর তীব্র শব্দে এক বিস্ফোরণ হয়। সেই শব্দ শুনেই ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। তাদের উদ্ধার করতে গিয়ে আহত হয়ে পড়েন বেশ কয়েকজন প্রতিবেশীরাও। এরপরই তড়িঘড়ি সাগরদিঘি থানায় খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে এসে পুলিশ আহত অবস্থায় উদ্ধার করেন বাড়ির সদস্যদের। তাদের নিয়ে যাওয়া হয় সাগরদিঘি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। সেখানে থাকা কর্মরত চিকিৎসকরা তাদের পাঁচজনকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত জামাইয়েরও মৃত্যু হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles