13.9 C
Toronto
বুধবার, মার্চ ১৯, ২০২৫

বুকের দুধ পান করাতে করাতে শিশুকে মেরে ফেললেন মা!

বুকের দুধ পান করাতে করাতে শিশুকে মেরে ফেললেন মা! - the Bengali Times
প্রতীকী ছবি

ছয় দিনের কন্যা সন্তানকে বুকের দুধ পান করানোর সময় গলা টিপে খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন একজন মা। শিশুকে খুনের কথা স্বীকার করে তিনি জানিয়েছেন, মানসিক অবসাদ থেকে এ ঘটনা ঘটিয়েছেন। তবে শিশুকে খুন করে থানায় নিখোঁজ ডায়েরিও করে এসেছিলেন তিনি। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিম দিল্লিতে।

পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার অনলাইনে বলা হয়েছে, ওই তরুণীর নাম শিবানী (২৮)। গত শুক্রবার স্বামীকে নিয়ে থানায় গিয়ে অভিযোগ করেন তার দুধের শিশু হারিয়ে গিয়েছে। কিন্তু তদন্ত শুরুর প্রথমেই মায়ের ওপর সন্দেহ হয় তদন্তকারীদের। পুলিশ জানতে পারে সপ্তাহখানেক আগে এক কন্যাসন্তানের জন্ম দেন শিবানী। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে বিশ্রামে ছিলেন। শুক্রবার শিশুকে বুকের দুধ পান করানোর সময় তার গলা টিপে খুন করেন তিনি।

- Advertisement -

তদন্তকারীরা জানাচ্ছেন, অভিযোগ দায়েরের পর মেট্রো স্টেশনসহ বিভিন্ন জায়গায় শিশুটির খোঁজ শুরু হয়ে গিয়েছিল। তবে মায়ের শারীরিক পরিস্থিতির খোঁজখবর করতে গিয়েই আসল তথ্য পায় পুলিশ। টানা জিজ্ঞাসাবাদে শিবানী স্বীকার করে নেন মেয়েকে খুনের পর একটি ব্যাগে ঢুকিয়ে ছাদে রেখে দিয়েছেন তিনি। তার কথা মতো বাড়ির ছাদে গিয়ে পুলিশ ব্যাগটি উদ্ধার করে। তার ভেতরে মেলে দেহ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে এর আগে দুটি মেয়ের জন্ম দিয়েছিলেন শিবানী। কিন্তু তাদের দুজনেই অসুখের কারণে মারা যায়। আবার মেয়ের জন্ম দেওয়ার পর ভয় পেয়ে গিয়েছিলেন ওই তরুণী। তদন্তকারীদের তিনি জানিয়েছেন, আবার কন্যা সন্তান জন্ম দেওয়ার পর থেকেই তার মধ্যে আশঙ্কা তৈরি হয়েছিল, একেও তিনি বাঁচাতে পারবেন না। ক্রমাগত এই ভাবনা চেপে বসে তার মাথায়। মানসিক অবসাদের কারণে হঠাৎ মেয়েকে খুন করে বসেন তিনি।

 

- Advertisement -

Related Articles

Latest Articles