9.9 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

অযথা বিতর্ক তৈরি করবেন না

অযথা বিতর্ক তৈরি করবেন না - the Bengali Times
অযথা বিতর্ক তৈরি করবেন না

ড. ইউনুসের সরকারের কাজ হলো কিছু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্কার করে একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠ জাতীয় নির্বাচনের ব্যবস্হা করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেয়া। কিন্তু সেই রাষ্ট্রীয় সংস্কারটা হতে হবে এমনভাবে যাতে আগামীতে আর কোন সরকার কখনোই দেশে স্বৈরতন্ত্র কায়েম না করতে পারে। সেটা করতে হলে দেশের সকল রাজনৈতিক দল ও জনগণের মতামত ও অংশগ্রহণে সংস্কারগুলো করতে হবে। কাজটা করতে কিছুটা সময় লাগবে, তবে খুব বেশী সময় লাগার কথা নয়।

কাজটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বিগত সরকারের পতনের পর সরকারের অনেকগুলো অংগ ভঙ্গুর অবস্হায় রয়েছে যেগুলো মেরামত করে জনগণের জানমাল রক্ষা করা, দৈনন্দিন আইন শৃংখলা বজায় রাখাটাও চ্যালেজিং কাজ। আরো একটা বড় চ্যালেন্জিং কাজ হলো ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করে দেবার ষড়যন্ত্র মোকাবিলা করা।

- Advertisement -

এমতাবস্হায় ১৯৭১ সালে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশের মীমাংসিত ও সেনসেটিভ বিষয় নিয়ে যারা কথা বলে অযথা বিতর্ক তৈরী করছেন, তারা মুলত আগুনে ঘি ঢালার মত কাজ করছেন। তারাও মুলত অস্হায়ী অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলার ষড়যন্ত্রই করছেন। দেশের জাতীয় সংগীত পরিবর্তনের কথা যারা বলছেন তারাও একই ষড়যন্ত্রের ফাঁদে পা দিচ্ছেন।

অনেকের কাছে আশ্চার্য লাগলেও যা আমরা দেখতে পাচ্ছি তা হলো এখন পর্যন্ত জামাতে ইসলামীর আমির, সাবেক জাসদ ছাত্রলীগ নেতা ডাঃ শফিকুর রহমান খুবই গঠনমুলক বক্তব্য রেখে চলেছেন। এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথাবার্তাও অনেক ভাল। তারপরও দেখা যাচ্ছে কিছু লোক জাতীয় সংগীত পরিবর্তনসহ এমন কিছু প্রস্তাব করছেন, এমন কিছু উসকানিমূলক বক্তব্য রেখে চলেছেন যা বর্তমান ইউনুস সরকারকে অস্হিতিশীল করার চক্রান্ত বলেই মনে হচ্ছে। ইউনুস সরকারের নিজস্ব কোন দল নেই, ছাত্র জনতার শক্তিই তার শক্তি।

কিন্তু সামান্য বিপদে পড়লে কোন রাজনৈতিক দলই তার দায় নিবে না, তার পেছনে শক্ত হয়ে দাঁড়াবে না যেটা তারা তাদের নিজ দলের নেতার জন্যে করবেন। ইউনুস সরকারের পক্ষে দেশের যাবতীয় সমস্যার সমাধান করা সম্ভব নয়। দেশের সিংহভাগ মানুষ চায় ড. ইউনুস সফলতার সাথে কাজ শেষ করে মান সম্মানের সাথে এমনভাবে চলে যাবেন যাতে দেশের মানুষ চিরদিন তাকে কৃতজ্ঞতার সাথে মনে রাখতে পারে। আশা করি দেশের এই ক্রান্তিলগ্নে সকলেই দায়িত্বশীলতার সাথে কথা বলবেন। এমন কোন কথা বলা যাবে না বা কাজ করা যাবে না যাতে নুতন করে রক্তারক্তি শুরু হয়ে যায়!

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles