
কানাডা সকারের অভ্যন্তরে প্রতিপক্ষ দলের ওপর গুপ্তচরবৃত্তির জন্য গ্রাউন্ড জিরোর কানাডা সকারের সাবেক কোচ জন হার্ডম্যানের দিকে আঙুল তোলা হয়েছে। ফিফা আপিলস কমিটির এক রুলিংয়ে এমনটাই বলা হয়েছে। রুলিংয়ে কানাডিয়ান নারী সকার দলের আরোপিত নিষেধাজ্ঞা বাতিল যে কানাডার যে আপিল তাও খারিজ করে দেওয়া হয়েছে। রুলিংয়ে বলা হয়েছে, এ ঘটনার জন্য ২৭ জুলাই জন হার্ডম্যানের দিকেই আঙুল তুলেছে কানাডা সকার।
ফিফার নথি অনুযায়ী, কানাডা সকার বলেছে, এ ঘটনার ইতিহাস কী তা নিয়ে তদন্ত করছে কানাডা। কিন্তু আমাদের সন্দেহ হলো ড্রোন ব্যবহারের এই চর্চাটি এসেছে জন হার্ডম্যানের সময় থেকে, যখন তিনি জাতীয় নারী দলের প্রধান কোচ ছিলেন। অন্য কথায়, চর্চাটি শুরু করেছিলেন একজন ব্যক্তিই এবং তিনি হচ্ছেন জন হার্ডম্যান। বেভ প্রিস্টন সেটা অব্যাহত রেখেছেন।
নথিতে আরও বলা হয়েছে, ফেডারেশন এতে সমর্থন দেয়নি। নতুন কানাডা সকরা প্রশাসন বিষয়টির স্বাধীন তদন্তের পক্ষে এবং এই স্কাউটিং কৌশল যাতে আর না নেওয়া হয় তা নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এই কেলেঙ্কারির ঘটনায় দেশে ফেরত পাঠানো প্রিস্টম্যান হার্ডম্যানের অধীনে সহকারী কোচ ছিলেন। মেজর লীগ সকারের দল টরন্টো এফসির দাযিতœ গ্রহনের জন গত আগন্টে কানাডা সকার ছেড়ে দেন। তার আগে তিনি ২০১১ সালে নারী ও ২০১৮ সালের জানুয়ারিতে কানাডিয়ান পুরুষ সকার দলের কোচের দায়িত্ব পান।
হার্ডম্যান সাংবাদিকদের সঙ্গে কথা বললেও ফিফার নথিতে উল্লেখিত বিষয়গুলো সম্পর্কে কোনো মন্তব্য করেননি। তদন্তের সত্যতার বিষয়টি উল্লেখ করে এই মন্তব্য করেন তিনি।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.