0.2 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

প্রথম প্রিজনার অব কনসায়েন্স ডিস্টাহিল

প্রথম প্রিজনার অব কনসায়েন্স ডিস্টাহিল
দুই মাস ধরে গৃহবন্দী একটি ফার্স্ট নেশনের প্রধানের মুক্তি দাবি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

দুই মাস ধরে গৃহবন্দী একটি ফার্স্ট নেশনের প্রধানের মুক্তি দাবি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তাকে কানাডার প্রথম প্রিজনার অব কনসায়েন্স (নিষিদ্ধ এমন মত প্রকাশের শাস্তি) হিসেবে উল্লেখ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি।

কোস্টাল গ্যাসলিঙ্ক ন্যাচারাল গ্যাস পাইপলাইনট নির্মাণে বাধা না দেওয়ার জন্য আদালতের আদেশ অমান্য করায় ২০২১ সালে গ্রেপ্তার হন চিফ ডিস্টাহিল। আদালত অবমাননার দায়ে বর্তমানে তিনি গৃহবন্দী অবস্থায় রয়েছেন। অ্যাডাম গ্যাগনন নামে পরিচিত এই চিফ ওয়েট’সুয়েট’এন নেশনের মধ্যে লিখতস’আমিসু গোত্রের প্রতিনিধিত্ব করেন।

- Advertisement -

খনিজ উত্তেলন কোম্পানিগুলো সরকার দ্বারা সুরক্ষিত এবং ভূমির ধর্ষণ অব্যাহত রাখতে তাদেরকে উৎসাহিত করা হয়। ওয়েট’সুয়েট’এনের মানুষ হিসেবে জমি রক্ষা করার দায়িত্ব আমাদের।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যুক্তি, কানাডা অন্যায়ভাবে তাকে এবং জলবায়ু জরুরি অবস্থার এই সময়ে যারা তাদের জমি ও নিজেদের অধিকার রক্ষা করছে তাদেরকে বন্দী করে রেখেছে।

গ্রুপটি প্রিজনার অব কনসায়েন্সকে অহিংস ব্যক্তি হিসেবে চিত্রিত করে থাকে, কেবলমাত্র রাজনৈতিক, ধর্মীয় ও অন্যান্য বিশ^াসের জন্য যাদেরকে কারাবন্দী করা হয় অথবা তাদের নিয়ন্ত্রিত করা হয়। সংস্থাটির কানাডিয়ান চ্যাপ্টারের নীতি পরিচালক ডেভিড ম্যাটসিনহি বলেন, তার সাজা ও গৃহবন্দীত্ব কানাডার সব আদিবাসী লোকদের কাছে একটি বার্তাই দিচ্ছে এবং তা হলো নিজেদের অধিকার ও পূর্বপূরুষের জমি রক্ষা একটি অপরাধ এবং এজন্য আপনাকে শাস্তি পেতে হবে।

কানাডার মধ্যে এই প্রথম কোনো প্রিজনার অব কনাসায়েন্সের স্বীকৃতি দিল অ্যামনেসিট। সেই সঙ্গে তার নিঃশর্ত ও আশু মুক্তি দাবি করেছে সংস্থাটি।

অ্যামনেস্টির এই অভিযোগ সম্পর্কে জানতে চাইলে জননিরাপত্তামন্ত্রী ডমিনিক লাব্লাঁর কাছে জানতে চাওয়া হলে তিনি ব্রিটিশ কলাম্বিয়ার প্রসিকিউশন ও পাবলিক প্রসিকিউশন সার্ভিস অব কানাডার (পিপিএসসি) সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। জবাবে পিপিএসসি জানায়, বিষয়টি তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles