-1.5 C
Toronto
সোমবার, মার্চ ১৭, ২০২৫

দুপুরে প্রথম সন্তানের মা হলেন, রাতে ডেঙ্গুতে মৃত্যু

দুপুরে প্রথম সন্তানের মা হলেন, রাতে ডেঙ্গুতে মৃত্যু
ডেঙ্গুতে মানা গেলেন শান্তা

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। এর মধ্যে শান্তা নামে এক নারী মৃত্যুর কয়েকঘণ্টা আগে অস্ত্রোপরচারের মাধ্যমে প্রথম কন্যা সন্তানের জন্ম দেন। গতকাল সোমবার রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যু হয় শান্তার। নগরের লাভলেন এলাকায় বসবাস করতেন তিনি।

চমেক হাসপাতাল সূত্র জানায়, গত ৭ সেপ্টেম্বর শান্তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। সন্ধ্যার পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত প্রায় ১১টার দিকে মারা যান শান্তা।

- Advertisement -

চমেক হাসপাতালের সূত্র জানায়, শান্তার মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। শান্তার প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ায় তার পরিবারে গতকাল সোমবার বেলা ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত খুশির জোয়ার বয়ে গিয়েছিল। রাতে প্রাণঘাতি ডেঙ্গু শান্তার প্রাণ কেড়ে নেওয়ায় আনন্দের দিন পরিণত হয় বিষাদে। তবে নবজাতক কন্যাটি সুস্থ আছে। তবে বুকের দুধের জন্য কান্নাকাটি করলে এক স্বজনের বুকের দুধ দেওয়া হয়েছে বলে চমেক সূত্রে জানা গেছে।

এদিকে একই হাসপাতালে একইদিন (৯ সেপ্টেম্বর) বিকেলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান শাকিলা আকতার (২৬) নামে আরেক নারী। শাকিলার বাড়ি কক্সবাজারের চকরিয়ায়। দুই ছেলে ও দেড় বছর বয়সী এক কন্যা সন্তানের মা ছিলেন তিনি। তার গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়ায়। এক সপ্তাহ দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন শাকিলা।

গত ৭ সেপ্টেম্বর চকরিয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। সেখানে অবস্থার অবনতি হলে গতকাল সোমবার সকালে চমেক হাসপাতালে ভর্তি করা হয় শাকিলাকে। সেখানেই তার মৃত্যু হয় শাকিলার। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১২ জন ডেঙ্গু আক্রান্ত হন। চলতি বছর মোট আক্রান্ত হন ৭১৪ জন। এর মধ্যে মারা গেছেন ৯ জন।

 

- Advertisement -

Related Articles

Latest Articles