-2.6 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

কানাডায় থাকা না থাকা

কানাডায় থাকা না থাকা
কানাডিয়ান আর্ট গ্যালারি অটোয়া

কানাডায় থাকা হচ্ছে না। যেটি করলে থাকা যেত!

কানাডা জুড়ে বর্তমানে একটা আলোচনা বেশি হচ্ছে সেটা হলো অসংখ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের দেশে ফিরে যেতে হবে। এরই মধ্যে একটা হিসেব কষে বলা হচ্ছে যে কনফার্ম tens of thousands of temporary residents কে বাড়ি ফিরে যেতে বাধ্য করা হচ্ছেন কানাডার পার্মানেন্ট রেসিডেন্সির আশা ত্যাগ করে শীগ্রই। এর কারণ হলো দেশের ইমিগ্রেশনের পলিসি চেঞ্জ করা হয়েছে যা ঐসব স্টুডেন্টরা মিট করতে পারেন নি।

- Advertisement -

Policy experts একটা টার্গেট সংখ্যা উল্লেখ করে বলেছে 70,000-13, 000 ইন্টারন্যাশনাল স্টুডেন্ট postgraduate work permits PGWP এ আছেন। যাদের ওয়ার্ক পারমিট শেষ হবে 2024-2025 এ। এসব স্টুডেন্টরা আর ওয়ার্ক পারমিট বর্ধিত করতে পারবেন না, আর PRও পাচ্ছেন না। এর কারণ হচ্ছে temporary residents রা cap এর আওতায় পড়ছেন। মানে TR এর সংখ্যা কমানো হচ্ছে।

অধিকাংশ স্টুডেন্ট তাদের CRS স্কোর মিট করতে পারেন নি বা পারছেন না। ফলে PR এর জন্য ফাইল সাবমিট করে রাখলেও অনেকের টার্গেট পয়েন্টস এর কম থাকায় ইমিগ্রেশনের ইনভাইটেশন পাচ্ছেন না। PR সিংহভাগ অনিশ্চিত হয়ে পড়তেছে। ফলে তারা দেশে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। যদিও অসংখ্য ইন্ডিয়ান স্টুডেন্ট protest করতে রাস্তায় নেমেছেন, তারপরেও কোনো কিছু হবে বলে আশা ক্ষীণ।

এখন একটুখানি ব্যাখ্যা করি, কী করলে অনেকেই টিকে যেতে পারতেন। স্টুডেন্টরা যদি এদেশে কোনো টেকনিক্যাল বিষয়ে পড়াশোনা করতে আসতেন, তারপর সে লাইনেই কাজ করতেন, তাহলে তারা সহজে ইমিগ্রেশনের নিয়ম ও পয়েন্ট মিট করতে পারতেন। বর্তমানে কানাডায় স্কিলড ওয়ার্কারের চাহিদা বেশি এবং তাদেরকেই PR সহজে দেওয়া হচ্ছে।

Skilled trade মানে বুঝেছেন তো? ঐ যে যে সব বিষয়ের কথা শুনলে আপনারা একেবারে নাক সিটকান। যেমন, machinist; plumber; electrician; carpenter; industrial machinery mechanics; and heating, air conditioning and refrigeration mechanics and installers ইত্যাদি।
এসব বিষয়ে যারা পড়াশোনা করে কাজ করবেন তাদের জন্য মিনিমাম requirements পিআর এর আবেদনের সুযোগ রয়েছে।

অনেকেই যে ভুলটা করেছেন সেটা হলো, ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে নামে মাত্র পড়াশোনার কাজ চালিয়েছেন। কোনো ডিমান্ডডেবল সাবজেক্টে পড়েন নি। তারপর যা হওয়ার হয়েছে। চলতি বছরেই তো ইমিগ্রেশনের মন্ত্রী ঘোষণা দিয়েছেন যে হাবিজাবি প্রতিষ্ঠানে ভর্তি হলে ওয়ার্ক পারমিট দেওয়া হবে না। আর skilled trade না হলে তো CRS স্কোরই মিট হওয়া দুস্কর।

আগে কী সুন্দর পিআর পাওয়া যেত এখন আর এতটা সহজ নেই। হাজারে-হাজারে দেশে ফিরে যেতে হচ্ছে।

আমার পরামর্শ হলো কেউ যদি স্টুডেন্ট ভিসায় আসতে চান তাহলে মাস্টার্স প্রোগ্রামে আসা ভালো। CRS স্কোর একটু সহজ হবে। আসার আগে অবশ্যই ফুল টাইম চাকরির অভিজ্ঞতা আনবেন। স্কোর বেশি হবে।

আর ডিপ্লোমা পড়তে আসলে অবশ্যই skilled trade এ পড়তে আসুন ও কাজ করুন। পিআর পাওয়ার পর আপনি প্রফেশন বদলাতেও পারবেন। আর বদলানোরই বা কী দরকার? এই প্রফেশনালদের সবচেয়ে আয় বেশি।

আমাদের লক্ষ্য হলো সহজে, কম খাটাখাটনিতে বেশি টাকা আয় করা। সে আশায় পানি ঢেলেছে কানাডা।

বিশেষ করে ট্রুডো ভাইয়ের ব্যাপক বদনাম হয়েছে স্টুডেন্ট বেশি নেওয়ায়। কারণ কানাডিয়ানরা চাকরি পাচ্ছে না। অভিযোগ গেছে স্টুডেন্টদের দিকে। তাই ট্রুডো সরকার স্টুডেন্টস কমিয়ে নিজের ক্যারিয়ারকে চাঙ্গা করতে চাচ্ছেন। যদিও এসব উদ্যোগ তার পদে টিকে থাকতে একদম সহায়ক হবে না দিনের আলোর মতো পরিস্কার এখন।

আল্লাহ আপনাদের সুস্থ রাখুন।

টরন্টো, কানাডা

- Advertisement -
পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

Related Articles

Latest Articles