0.2 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

প্রাপ্ত বয়স্কদের ভ্যাকসিনেশনের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না কানাডা

প্রাপ্ত বয়স্কদের ভ্যাকসিনেশনের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না কানাডা
কানাডার জাতীয় ভ্যাকসিনেশন কাভারেজের কোনো লক্ষ্যমাত্রাই পূরণ হয়নি যার অর্থ হচ্ছে বহু কানাডিয়ান হয়তো গুরুত্বপূর্ণ অনেক ভ্যাকসিনের বাইরে থেকে যাচ্ছেন

কানাডার জাতীয় ভ্যাকসিনেশন কাভারেজের কোনো লক্ষ্যমাত্রাই পূরণ হয়নি, যার অর্থ হচ্ছে বহু কানাডিয়ান হয়তো গুরুত্বপূর্ণ অনেক ভ্যাকসিনের বাইরে থেকে যাচ্ছেন। ২০২৩ সালে প্রকাশিত সরকারের অ্যাডাল্ট ন্যাশনাল ইমিউনাইজেশন কাভারেজ সার্ভেতে (এএনআইসিএস) এই তথ্য উঠে এসেছে।

ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইকে চিকিৎসকরা নিয়মিত ভ্যাকসিন যে কেবল শিশুদের জন্য নয়, লোকজনকে সে কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। আমরা সবসময়ই শিশুদের দিকে নজর দিই তারা সর্বশেষ ভ্যাকসিনটি পেল কিনা সেটা নিশ্চিত করি। কিন্তু প্রাপ্ত বয়স্কদেরও ভ্যাকসিনের প্রয়োজন আছে। আমি মনে করি, আপনি প্রাপ্ত বয়স্ক হয়ে গেলেই ভুলে যান যে আপনার জন্য ভ্যাকসিন এখনো জরুরি ও গুরুত্বপূর্ণ।

- Advertisement -

কিছু কিছু ভ্যাকসিন আছে যেগুলো নিয়মিতি নেওয়া উচিত । মৌলিকভাবে একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির প্রতি ১০ বছর অন্তর টিটেনাসের ভ্যাকসিন নেওয়া দরকার। যাদের বয়স ৫০ এর উপরে তাদের সিঙ্গলস ভ্যাকসিনের কথা সবার আগে মাথায় রাখা উচিত।

কেউই সিঙ্গলসের পর্ব চায় না। কিন্তু এরও যে দীর্ঘমেয়াদী জটিলতা আছে সেটাও আমরা ভুলতে পারি না। সুতরাং, সিঙ্গলস দীর্ঘমেয়াদী ব্যথা ডেকে আনতে পারে। এটা স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। সুতরাং, আমি যখন সিঙ্গলস নিয়ে লোকজনের সঙ্গে কথা বলি তখন তারা বলেন, র‌্যাশটা ভয়ঙ্কর। এটা বেদনাদায়ক। কিন্তু একই সঙ্গে আমি সম্ভাব্য দীর্ঘমেয়াদী পরিণতি এড়াতে ভ্যাকসিন নেওয়ার বিষয়েও কথা বলছি।

বার্ষিক ইনফ্লুয়েঞ্জা এবং কোভিড-১৯ ভ্যাকসিনের কথাও স্মরণ রাখতে হবে। সেই সঙ্গে ভ্রমণ ভ্যাকসিনকে যাতে অবহেলা না করি সেটাও স্মরণ করিয়ে দেন। সব সময়ই আমি লোকজনকে বলে থাকি যে, দেখুন এটা খুবই দামী সময়। এতো দীর্ঘ সময় আমরা ভ্রমণ করতে পারতাম না। আপনি আপনার ছুটি ধ্বংস হতে দিতে চান না। সুতরাং, সর্বশেষ ট্রাভেল ভ্যাকসিনটি নিয়ে নিন। ট্রাভেল, ডায়রিয়া, ই-কোলি এবং কলেরার মুখে খাওয়ার ভ্যাকসিন আছে আমাদের। তালিকাটি লম্বা হতেই থাকবে।

কানাডিয়ান ইমিউনাইজেশন নির্দেশকায় স্বাস্থ্যবান প্রাপ্ত বয়স্কদের জন্য আরও দশটি রুটিন ভ্যাকসিনের সুপারিশ করেছে। সেগুলো হলো ডিপথেরিয়া, হিউম্যান প্যাপিলোমাভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, হাম ও মাম্প, মেনিনজোকক্কাল কনজুগেট, পার্টুসিস, নিউমোকক্কাল পলিস্যাকারাইড ২৩-ভ্যালেন্ট, পোলিও, রুবেলা এবং ভ্যারিসেলা বা চিকেনপক্স।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles