-1.7 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

চাকরির প্রলোভনে বিভিন্ন হোটেলে নিয়ে তরুণীকে ধর্ষণ

চাকরির প্রলোভনে বিভিন্ন হোটেলে নিয়ে তরুণীকে ধর্ষণ
ধর্ষণ প্রতীকী ছবি

উচ্চ বেতনে চাকরির আশ্বাস দিয়েছিলেন যুবক। কিন্তু সেই কথায় বিশ্বাস করে প্রতারিত হতে হলো তরুণীকে। ওই যুবক তাকে বিভিন্ন হোটেলে নিয়ে একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ। থানায় যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তার খোঁজ চালাচ্ছে পুলিশ।

ভারতের মুম্বাইয়ের জুহু এলাকায় এ ঘটনা ঘটেছে। অভিযোগকারী তরুণী উত্তরপ্রদেশের উন্নাওয়ের বাসিন্দা। তরুণীর অভিযোগ, তাকে চাকরির আশ্বাস দিয়ে মুম্বাইয়ে ডেকে এনেছিলেন যুবক। তরুণীকে তিনি জানিয়েছিলেন, তিনি মুম্বাইয়ের অভিজাত এলাকায় একটি জিম খোলার পরিকল্পনা করেছেন। সেখানে উচ্চ বেতনের চাকরি দেওয়া হবে তরুণীকে। এই আশ্বাস পেয়ে মুম্বাই পৌঁছেছিলেন তরুণী।

- Advertisement -

জুহু থানায় অভিযোগপত্রে তরুণী জানিয়েছেন, জিম খোলার বিষয়ে কথাবার্তা বলার জন্য হোটেলে ডাকা হয়েছিল তাকে। সেখানেই যুবক তাকে ধর্ষণ করেন। এক বার নয়। তিন জায়গায় হোটেলে নিয়ে তিনবার ধর্ষণ হয়েছে বলে তরুণী অভিযোগ করেছেন। মুম্বাইয়ের পর এক বার গোয়ায় এবং এক বার লখনউতে যুবক তাকে ধর্ষণ করেন। ২০১৯ সালে যুবকের সঙ্গে ওই তরুণীর প্রথম বার দেখা হয়েছিল।

তরুণীর অভিযোগের ভিত্তিতে যুবকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করা যায়নি। তার খোঁজে তল্লাশি চলছে।

- Advertisement -

Related Articles

Latest Articles