
আমার স্যার সুব্রত কুমার দাসের উদ্যোগে শুরু হওয়া কানাডীয় এবং বাংলা ভাষার সাহিত্যের মেলবন্ধনের নতুন ঠিকানা – কানাডা জার্নাল।
আমি আনন্দে এবং আবেগে আপ্লুত। যদিও জানি ওয়েবসাইট উদ্বোধনের দিনটি আসছে তবে সত্যি সত্যি ওয়েবসাইটে নিজেকে দেখে যে এত্ত আনন্দিত হব বুঝতে পারিনি। সুব্রত স্যারকে তো বটেই, নিজেই নিজেকে অভিনন্দন দিচ্ছি।
আবার কেমন যেন একটু লজ্জা লজ্জা করছে। এত এত গুলি লেখকদের মাঝে নিজের নাম পরিচয় পেয়ে যেমন আহ্লাদে আটখানা আবার বুকের মধ্যে দুরুদুরু কাঁপুন। অগ্রজ লেখকগণ যে মর্যাদা আমাকে দিয়েছেন, তার যোগ্যতা নিয়ে আমার নিজের মাঝেই দ্বিধা রয়েছে। চার উপরে আছে অঘটনঘটনপটিয়সী দুর্ভাগ্য।
যাই হোক আনন্দে অতিরিক্ত উচ্ছ্বসিত না হয়ে কাজে মন দিলে হয়ত কিছু করেও ফেলতে পারি বলা যায় না। আমার মত অধমের গাধার খাটুনি খাটা ছাড়া উপায় নেই তা জানি।
আমার যারা বন্ধু আছেন, সবাই দয়া করে কানাডা জার্নাল ওয়েবসাইটটি ঘুরে আসুন। বাংলা ভাষা ভালোবাসলে নির্ঘাত ভালো লাগবে।
টরন্টো, কানাডা