4.7 C
Toronto
বুধবার, মার্চ ১৯, ২০২৫

মনের মানুষের সঙ্গে সাগর পাড়ে নুসরাত, তুললেন ঝড়

মনের মানুষের সঙ্গে সাগর পাড়ে নুসরাত, তুললেন ঝড় - the Bengali Times
অভিনেত্রী নুসরাত জাহান

আরজি করকাণ্ডের জেরে উত্তপ্ত বাংলা। প্রতিবাদে পথে নেমেছেন টালি তারকারাও। তবে পুজোর আগে সেসব থেকে দূরে ছুটির মুডে টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। সাগর পারে সবুজে নীল টু-পিসে ঝড় তুললেন।

বুকের ফাঁকে উঁকি দিচ্ছে ভিক্ট্রি লেখা ট্যাটু। চুলে গোঁজা হলুদ ফুল। সুইমিং পুলের পারে দাঁড়িয়ে হট পোজ দিলেন নুসরাত। পুরুষ ভক্তদের মনে ঝড় তুলল নায়িকার সুগভীর নাভি। তবে ঠোঁট নিয়ে কটাক্ষও শুনতে হল।

- Advertisement -

মনের মানুষের সঙ্গেই সাগর পাড়ে নুসরত। এদিন সমুদ্র সৈকতে বসে স্বাস্থ্যকর পানীয় খেতে দেখা গেল যশকে। তবে একসঙ্গে কোনও ছবি পোস্ট করেননি তারকা দম্পতি। তিন বছরের শিশু পুত্রকে কি সঙ্গে নিয়ে গেছেন যশরত?

- Advertisement -

Related Articles

Latest Articles