9.6 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

স্ত্রীর ফোনে স্বামীকে পেটানোর ভিডিও পাঠিয়ে ৫ লাখ টাকা দাবি

স্ত্রীর ফোনে স্বামীকে পেটানোর ভিডিও পাঠিয়ে ৫ লাখ টাকা দাবি

প্রতীকী ছবি

গাজীপুরে শ্রীপুরে বন্ধুর সাথে দেখা করতে এসে অপহরণের শিকার হয়েছেন এক পোশাক শ্রমিক। অপহরণকারীরা ওই ব্যক্তির স্ত্রীর মোবাইল ফোনে মারধরের ভিডিও পাঠিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।

অপহরণের শিকার ওই ব্যক্তির নাম শরিফুল ইসলাম রিপন (৩৫)। তিনি ফরিদপুরের সালথা উপজেলার মকসুদপুর গ্রামের সান্টু মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

- Advertisement -

গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে ওই ব্যক্তি অপহরণের শিকার হয় বলে পরিবারের দাবি। শ্রীপুরের মাওনা এলাকা থেকে ওই ব্যক্তিকে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে নিতে বলা হয়েছিল।

পরে এ ঘটনায় অপহৃত ব্যক্তির পরিবার পুলিশের সহায়তা চাইলে পুলিশ অপরণকারীদের শনাক্ত ও অপহৃত ব্যক্তিকে উদ্ধার করতে কাজ শুরু করেছে।

অপহৃত শরিফুলের স্ত্রী রত্না আক্তার জানান, তার স্বামী শুক্রবার রাত ৮ টায় এক বন্ধুর সঙ্গে দেখা করতে নারায়ণগঞ্জ থেকে গাজীপুর আসেন। এ সময় তার সাথে কয়েক দফা ফোনে কথাও হয়েছিল। কিন্তু রাত সাড়ে দশটার দিকে তার স্বামীর মোবাইল নম্বর থেকে অজ্ঞাত এক ব্যক্তি ফোন দিয়ে বলেন তার স্বামীকে অপহরণ করা হয়েছে। স্বামীর মুক্তি চাইলে তাদের (অপহরণকারীদের) ৫ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে।

এ সময় বিষয়টি নিয়ে সন্দেহ জানালে অপহরণকারীরা তার স্বামী শরিফুলকে মারধরের একটি ভিডিও তার ফোনে পাঠান। এ সময় নিরুপায় হয়ে রত্না এক লাখ টাকা জোগাড় করেন। কিন্তু অপহরণকারীরা জানিয়েছে ৫ লাখ টাকা না দিলে তার স্বামীকে মেলে ফেলা হবে।

পরবর্তীতে শরিফুলের স্ত্রী রত্না শ্রীপুর থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানান। রত্নার দাবি, গতকাল শনিবার দুপুর থেকে অপহরণকারীদের ফোন নম্বরটি বন্ধ রয়েছে। তাদের সাথে আর যোগাযোগ করা যাচ্ছেনা।

এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের কথা জানিয়ে স্বামীকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন রত্না।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, অপহরণের একটি ঘটনার মৌখিক অভিযোগ পেয়ে পুলিশ কাজ করছে। ওই নারী (স্ত্রী) লিখিত অভিযোগ করবেন। আপাতত পুলিশ দ্রুত অপহৃত ব্যক্তিকে অক্ষত উদ্ধারে কাজ শুরু করেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles