4.3 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

টিকটকারের সঙ্গে নিয়মিত ফোনে কথা বলতেন শাদাব খান!

টিকটকারের সঙ্গে নিয়মিত ফোনে কথা বলতেন শাদাব খান!
শাদাব খান ও টিকটকার শাহ তাজসংগৃহীত

ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় পাকিস্তানের স্পিনিং অলরাউন্ডার শাদাব খান। এক টিকটকারের সঙ্গে তার নিয়মিত ফোনে কথা বলা নিয়ে নেটদুনিয়া তোলপাড়।

সম্প্রতি পাকিস্তানের টিভি অনুষ্ঠানে টিকটকার শাহ তাজ দাবি করেছেন, একসময় শাদাবের সঙ্গে তার নিয়মিত ফোনে কথা হত। এছাড়া সামাজিক মাধ্যমে ‘ভ্যানিশ মোডে’ চ্যাট করতেন তারা।

- Advertisement -

পাকিস্তানের বিতর্কিত মডেল মাথিরার অনুষ্ঠানে আলাপকালে শাদাবকে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বলেও দাবি করেন শাহ তাজ। তিনি বলেন, ‘আমি যেভাবে তাকে (শাদাব খান) প্রপোজ করেছি, আর কেউ তাকে সেভাবে বিয়ের প্রস্তাব দিয়েছে বলে দাবি করতে পারবে না।’

তবে সে বিয়ের প্রস্তাব গ্রহণ করেননি শাদাব। ২০২৩ সালের জানুয়ারিতে পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাকের মেয়ে মালাইকা সাকলাইনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

বিয়ের পর শাদাবের ওপর ক্ষুব্ধ হয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন শাহ তাজ। ভিডিওতে হিজাব পরিধান করে এমন মেয়েকে বিয়ে করায় শাদাবের ওপর ক্ষোভ ঝেড়েছিলেন তিনি। এই মন্তব্যের কারণে তখন সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় তাকে।

শাহ তাজের বিয়ের প্রস্তাব এবং নিয়মিত ফোনালাপের দাবির বিষয়ে এখনো মুখ খোলেননি শাদাব খান।

- Advertisement -

Related Articles

Latest Articles