10.7 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

পরীমণির অপেক্ষা কেবল…

পরীমণির অপেক্ষা কেবল...
পরীমণি ছবি সংগৃহীত

নানা কারণে বছরজুড়ে আলোচনায় থাকেন অভিনেত্রী পরীমণি। এরই মধ্যে গত বছরের ১৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেছে চলচ্চিত্র তারকা পরীমণি ও শরিফুল রাজের। কিছুদিন আগে এই পরীমণি তাঁর ডিভোর্সের বর্ষপূর্তি পালন করেছেন। এরপরই জানিয়েছেন তাঁর অভিনীত ‘রঙিলা কিতাব’ সিরিজের খবর। যেখানে একজন গ্যাংস্টারের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। অক্টোবরের শুরুর দিকেই হইচইতে মুক্তি পাবে সিরিজটি।

কিংকর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’-এর ছায়া অবলম্বনে সাত পর্বের সিরিজটি নির্মাণ করেছেন নির্মাতা অনম বিশ্বাস। যৌথভাবে সিরিজের চিত্রনাট্য লিখেছেন অনম ও আশরাফুল আলম শাওন। নতুন কাজের খবর জানতে পরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আপাতত ‘রঙিলা কিতাব’ মুক্তির অপেক্ষায় আছেন বলেই জানালেন। পরীমণি বলেন, কাজ বলতে এখন রঙিলা কিতাবের অপেক্ষায় আছি। সেটা তো অক্টোবরে মুক্তি পাচ্ছে।

- Advertisement -

এদিকে ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে ‘প্রীতিলতা’ সিনেমার বন্ধ হয়ে যাওয়া শুটিং আলোর মুখ দেখতে চলেছে তিন বছর পর। এতে মুখ্য চরিত্রে রয়েছেন পরীমণি। সিনেমাটির পরিচালক রাশিদ পলাশ বলেন, “আমাদের সিনেমার একটা অংশের শুটিং শেষ হয়েছে, কিছু অংশের শুটিং বাকি আছে। পরীমণি মা হওয়ার কারণে একটা গ্যাপ তৈরি হয়। এখন মনে হচ্ছে, পরীমণি আগের অবস্থায় ফিরে এসেছেন, তাই আশা করছি, বছরের শেষে ডিসেম্বরে শুটিং শুরু করতে পারব।”

- Advertisement -

Related Articles

Latest Articles