12.9 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

বিয়ে করতে বিদেশ থেকে ছুটে এলেন নারী, কী করলেন সালমান?

বিয়ে করতে বিদেশ থেকে ছুটে এলেন নারী, কী করলেন সালমান? - the Bengali Times
ছবি সংগৃহীত

বলিউডের ভাইজান খ্যাত সুপারস্টার সালমান খান ক্যারিয়ার জীবনে একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছেন। একাধিক সম্পর্কেও তার সময় কেটেছে। কিন্তু কোনো সম্পর্কই স্থায়ী হয়নি। এখনও তাই বিয়ের পিঁড়িতে বসা হয়নি সালমানের। তবে ভাইজানের অনুরাগীরা আশা ছাড়েননি। সালমানকে বরের বেশে দেখার অপেক্ষায় তারা উদগ্রীব। কিন্তু সালমান কি বিয়ে করবেন? এক নারী ভক্তকে সেই উত্তর দিয়েছিলেন তিনি।

বিদেশ থেকে উড়ে এসেছিলেন সেই নারী। একটাই উদ্দেশ্য ছিল তার। সালমানের সঙ্গে দেখা করা এবং তাকে বিয়ের প্রস্তাব দেওয়া। ঘটনাটি ঘটে একটি অনুষ্ঠানে। সালমান তখন সংবাদমাধ্যমের মুখোমুখি। নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন। সেই সময়ে এসে হাজির সেই নারী অনুরাগী।

- Advertisement -

ওই অনুরাগী সালমানকে বলেন, আপনাকে প্রথমবার দেখেই প্রেমে পড়ে গিয়েছিলাম। তাই সুদূর হলিউড থেকে আপনার জন্য ছুটে এসেছি।

তখন রসিকতা করে সালমান বলেন, আপনি নিশ্চয়ই শাহরুখ খানের কথা বলছেন! তখন ফের জোর দিয়ে ওই নারী ভক্ত বলেন, না। আমি সালমান খানের কথাই বলছি। সালমান আপনি কি আমাকে বিয়ে করবেন?

উত্তরে ভাইজান বলেন, আমার বিয়ে করার বয়স পেরিয়ে গিয়েছে। ২০ বছর আগে আমার সঙ্গে আপনার দেখা করা উচিত ছিল।

ঘটনাটি এক বছর আগের। তবে এই মুহূর্তে সামাজিক মাধ্যমে এ ঘটনার ভিডিও ভাইরাল। ভাইজানের অনুরাগীর সংখ্যা গুনে শেষ করা যায় না। তাই তার বিয়ে সংক্রান্ত সব তথ্যই তাদের কাছে বিশেষ আকর্ষণীয়।

উল্লেখ্য, সালমানকে শেষ দেখা গিয়েছে ‘টাইগার ৩’ ছবিতে। বক্স অফিসে সাড়া ফেলেছিল এই ছবি। বর্তমানে তিনি ‘বিগ বস ১৮’ নিয়ে ব্যস্ত। প্রত্যেক বারের মতো এবারও সালমানকেই দেখা যাবে সঞ্চালকের ভূমিকায়। পাশাপাশি ‘সিকন্দর’ ছবির কাজও চালিয়ে যাচ্ছেন অভিনেতা।

- Advertisement -

Related Articles

Latest Articles