
এবার আইনি ঝামেলায় জড়াল ‘ফাইটার’। হৃতিক দীপিকার চুমুর দৃশ্য নিয়ে উস্কে গেল বিতর্ক। নির্মাতাদের আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সিনেমাটিতে স্কোয়াড্রন লিডার মিনি রাঠোরের চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যদিকে স্কোয়াড্রন লিডার শামসের পাঠানিয়ার চরিত্রে দেখা দিয়েছেন হৃতিক রোশন। এতে তাদের ব্যক্তিগত জীবনের কথা থেকে পেশাগত জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। উঠে এসেছে উড়ি হামলা, বালাকোট সহ একাধিক ঘটনার কথাও। কিন্তু এই সবকিছুর মাঝে এই ছবিতে ভারতীয় বায়ুসেনার পোশাকে হৃতিক এবং দীপিকার একটি চুম্বনের দৃশ্য আছে। সেটা নিয়েই শুরু হয়েছে ঝামেলা। এমন কাণ্ডে ভারতীয় বায়ুসেনার গৌরব ক্ষুন্ন হয়েছে অভিযোগ জানিয়ে সিনেমার প্রযোজনা সংস্থাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
এই ইউনিফর্মে এভাবে চুমু খাওয়ায় ইউনিফর্মকে ছোট করা হয়েছে বলেই ইন্ডিয়ান এয়ার ফোর্সের পক্ষ থেকে জানানো হয়েছে। বিশেষ করে যেহেতু ফাইটার ছবিতে হৃতিক দীপিকাকে বায়ুসেনা অফিসারের চরিত্রে দেখানো হয়েছে।
প্রসঙ্গত, যখন থেকে ফাইটার সিনেমার ঘোষণা করা হয়েছে তখন থেকেই দর্শকরা মুখিয়ে ছিলেন প্রথমবারের মতো হৃতিক এবং দীপিকার অনস্ক্রিন কেমিস্ট্রি দেখার। এটি ভারতের প্রথম এরিয়াল অ্যাকশন সিনেমাও বটে।
এতে অন্যান্য চরিত্রে দেখা গেছে অনিল কাপুর, অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার, প্রমুখকে। এটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমাটি ১২ দিনে ভারতীয় বক্স অফিসে ১৭৮ কোটি রুপি আয় করেছে। অন্যদিকে বিশ্বজুড়ে ৩০০ কোটিরও বেশি আয় করেছে। এটি ২০২৪ এর প্রথম সিনেমা যা ৩০০ কোটির গণ্ডি টপকাল।