5.6 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

রাজনৈতিক মেরুকরণ রুখে দেওয়ার আহ্বান জোলির

রাজনৈতিক মেরুকরণ রুখে দেওয়ার আহ্বান জোলির
বিদেশে রাজনৈতিক মেরুকরণ রুখে দেওয়ার জন্য জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি

বিদেশে রাজনৈতিক মেরুকরণ রুখে দেওয়ার জন্য জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি। একই সঙ্গে দেশে কনজার্ভেটিভ রেটোরিকের ব্যাপারেও এক হাত নিয়েছেন তিনি।

জোলি জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণের কেন্দ্রে রাখেন নারীর অধিকার ও আন্তর্জাতিক আইন। নিউ ইয়র্কে বিশ^ নেতা ও মন্ত্রীদের বার্ষিক জমায়েতে এটাই সম্ভবত ট্রুডো সরকারের পক্ষ থেকে দেওয়া শেষ বক্তৃতা।

- Advertisement -

জোলি তার বক্তৃতায় বলেন, স্বাধীনতার জন্য যারা জোরালো আওয়াজ তুলছে বলে দাবি করছে তারা সেই মানুষ যারা তাদের নিজেদের জন্য এই শব্দকে পুনর্সংজ্ঞায়িত করছে। সবকিছু ভেঙে পড়েছে এই কথার আড়ালে তারা নিজেদের লুকাচ্ছে। নাম উল্লেখ না করে কনজার্ভেটিভ নেতা পিয়েরে পয়লিয়েভরের ভাষার প্রতিধ্বনি করেন তিনি।

যেসব নেতা এলজিবিটিকিউ+ লোকদের অধিকার, রিপ্রোডাক্টিভ পছন্দ অথবা এমনকি যা পরিধান করে তার ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে চাইছে সেইসব নেতাদের সমালোচনা করেন জোলি। যদিও কুইবেক অথবা ফ্রান্সে ধর্মীয় চিহ্নের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি সুনির্দিষ্ট করেননি তিনি।
জোলি বলেন, এটা আমাদের দেশে যেমন দেখা যাচ্ছে, একইভাবে সারা বিশে^ দেখা যাচ্ছে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র, ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ বন্ধ করতে হলে উভয় পক্ষকে সত্যিকারের উদ্যোগ নিতে হবে। প্রায় এক বছর ধরে এই সংঘাত চলছে। মতৈক্যের জন্য জাতিসংঘের গুরুত্বের ওপর জোর দেন তিনি।

জোলি বলেন, মেরুকরণ এখন সত্যিকারের একটি সমস্যা এবং বিভাজন এখন বাস্তব। লোকজনকে এক জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে আমাদের যৌথ দায় আছে। শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার জনগণের রয়েছে। তাই বলে অন্যকে ভয় দেখানোর অধিকার কারো নেই।

জোলি তার বক্তৃতায় জলবায়ু পরিবর্তনের বিষয়টি উল্লেখ করেননি। তিনি বলেন, বিশে^র সামনে হাজারো সমস্যা আছে একসঙ্গে কাজ করার মধ্য দিয়েই কেবল সেগুলোর সমাধান সম্ভব। সংকটময় এই সময় থেকে বেরিয়ে আসতে অংশীজনদের নিয়ে কাজ করবে কানাডা।

- Advertisement -

Related Articles

Latest Articles