5.6 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

স্ট্র

স্ট্র
স্ট্র

কত কিছু ভুলে যাই

কত আনন্দগদ্যগান, স্মৃতিফুল হুলুস্থুল ভুলে যাই

- Advertisement -

নদীত্ব ভুলে যাই, বন্ধুত্ব ভুলে যাই।

.

গানের সুর ভুলে যেতে যেতে যেতে যেতে

একদিন গাছ হয়ে উঠি।

প্রিয় পাখিসন্তান ভেতরে বসবাস করে,

ছায়ায়,

মায়ায়।

মমতায়

থাকে না বুকে।

ডাকি

পাখি

বিমাতৃসুলভ আচরণে

উড়ে যায়, দূরে যায়… যেতে যেতে ভুলে যায়

মিশে যায় মেঘে মেঘে।

.

বৃষ্টি হয়ে (গাছের কাছে) ফিরে পাখিসন্তান

ডাক নামে ডাকি

মনে করিয়ে দেই- শৈশবের আনন্দগদ্যগান

ইতিউতি তাকিয়ে বৃষ্টি ঝরে টুপটাপ

টুপটাপ।

.

সব ভুলে যাই

রোববার থেকে তোমার দূরত্ব

মন, মুখস্ত ভুলে যাই। ভুলে যেতে যেতে যেতে যেতে

শুধু মনে পড়ে

একটি স্ট্র দিয়ে আমরা চুমু খেয়েছিলাম।

—-

টরন্টো, ২৯ সেপ্টম্বর ২০২৪

- Advertisement -

Related Articles

Latest Articles