9 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

কবি আসাদ চৌধুরীকে নিয়ে খেলাঘর কানাডার আয়োজন

কবি আসাদ চৌধুরীকে নিয়ে খেলাঘর কানাডার আয়োজন
কবি আসাদ চৌধুরীকে নিয়ে খেলাঘর কানাডার আয়োজন

কবি আসাদ চৌধুরী- ধ্রুবতারার মতো এক নাম, আমাদের অবিরাম শ্রদ্ধায়, অবারিত ভালবাসায় স্নাত এক অনন্য বাতিঘর। টরন্টোর বাংলাদেশী কমিউনিটি কত না ভাগ্যবান আমরা- কবিকে আমরা পেয়েছি আমাদের এতো কাছাকাছি- বটবৃক্ষের ছায়ার মত আমাদের পরম অভিভাবক হিসেবে।

ভাবতেই কেমন সিক্ত হয়ে উঠি আমরা- একটা বছর হয়ে যাচ্ছে কবি নেই আমাদের মাঝে। আসলেই কি নেই? কবি কি নেই আমাদের প্রতিটি আয়োজনে প্রেরনার উৎস হয়ে, অনির্বাণ আলোকবর্তিকা হয়ে? শারীরিক অন্তর্ধান হলেও কবি আমাদের মাঝে আছেন। প্রতিদিন আছেন। প্রতিনিয়ত আছেন।

- Advertisement -

প্রিয় কবি আসাদ চৌধুরীর প্রাণের সংগঠন খেলাঘর। খেলাঘর কানাডা ধন্য ও গর্বিত কবি-কে ‘খেলাঘর কানাডার ভাইয়া’ হিসেবে পেয়ে। কবির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবির প্রতি শ্রদ্ধা জানাতে এক অনাড়ম্বর স্মরণসভার আয়োজন করতে যাচ্ছে খেলাঘর কানাডা-

তারিখঃ ৬ অক্টোবর রবিবার
সময়ঃ সন্ধ্যা ৭টা
স্থানঃ বিসিসিএস (বাংলাদেশ সেন্টার), ২৬৭০ ড্যানফোর্থ এভিনিউ

কবির প্রতি শ্রদ্ধা জানানোর এই ক্ষুদ্র-পরিসর স্মরনসভায় খেলাঘর কানাডা’র পক্ষ থেকে সবার উদার আমন্ত্রণ।

ইটোবিকক, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles