
স্বামী সুন্দর না হওয়ায় বিয়ের পর ১০ বছর অতিবাহিত হলেও কোনো সন্তান নেননি এক নারী। অবশেষে দেবরের সাথে পালালেন তিনি। ওই নারীর দাবি, তার দেবর বেশি হ্যান্ডসাম। তাই তার সন্তান জন্মালে তাকে যেন দেখতে সুন্দর লাগে, সে জন্যই দেবরের সঙ্গে তিনি পালিয়েছেন।
পালানোর পর স্বামীকে মেসেজ করে এ কথা জানিয়েছেন ওই নারী। সম্প্রতি এই ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ছতরপুরে। বুধবার এই ঘটনার কথা সামনে এসেছে।
দেবরের সঙ্গে পালিয়ে যাওয়ার পর ওই নারী নিজের স্বামীকে হুমকি দিয়ে মেসেজও পাঠিয়েছেন। তিনি জানান, দেবরের সঙ্গে পালানোর জন্য তাকে যেন কোনোভাবে বিরক্ত না করা হয়। তার পথে বাধা হলে আত্মহত্যা করার হুমকি দিয়েছেন ওই নারী। ক্রমাগত এই হুমকি পেয়ে পুলিশের দ্বারস্থ হন পলাতক নারীর স্বামী। তিনি পুলিশকে পুরো ঘটনার জানান। হুমকি দেওয়া নিয়ে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি।
ওই ব্যক্তি জানিয়েছেন, ১০ বছর আগে তার সঙ্গে বিয়ে হয়েছিল ওই নারীর। কিন্তু বিয়ের ১০ বছর পেরোলেও তাদের কোনো সন্তান নেই। এর জন্য নিজের স্ত্রীকেই দায়ী করেছেন তিনি। ওই ব্যক্তির দাবি, তাকে হ্যান্ডসাম মনে করতেন না স্ত্রী। সে জন্য তার বাচ্চার মা হতে রাজি ছিলেন না। বরং তার ভাইকে হ্যান্ডসাম মনে করতেন।
তাই দেবরের সঙ্গে সঙ্গম করলে তার বাচ্চা দেখতে সুন্দর হবে বলে দাবি করতেন ওই নারী। পরে নিজের দেবরের সঙ্গেই পালিয়েছেন তিনি। নারীর স্বামীর অভিযোগের ভিত্তিতে মিসিং রিপোর্ট দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।