18.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ভিনির পুরনো প্রেমিকা ফিরে এসেছেন

ভিনির পুরনো প্রেমিকা ফিরে এসেছেন - the Bengali Times
ভিনিসিয়ুস জুনিয়র ও তার সাবেক প্রেমিকা মাজু মাজাল্লি

ব্রাজিল ফুটবলের নতুন তারকা ভিনিসিয়ুস জুনিয়রের ব্যক্তিগত জীবন আবারও শিরোনামে এলো। আন্তর্জাতিক গণমাধ্যমে গুঞ্জন, ভিনির পুরনো প্রেমিকা মাজু মাজাল্লি নাকি আবারও ফিরে এসেছেন। ব্রাজিলিয়ান এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের সঙ্গে ভাঙা সম্পর্ক নাকি ফের জোড়া লেগেছে রিয়াল মাদ্রিদ তারকার।

গুঞ্জনের শুরু হয়েছে জিমনেশিয়ামে তোলা ভিনি আর মাজু একটি ছবি থেকে। ভিনি ও মাজু ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন। এরপর সম্পর্ক ভেঙে গেলেও এ বছরের শুরুতে তারা ফের একত্র হয়েছেন। মাজু সম্প্রতি মাদ্রিদে গিয়ে ভিনিসিয়ুসের বাড়িতে উঠেছেন। এসব তথ্য জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’।

- Advertisement -

প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ উইকেট নাহিদারপ্রথম বাংলাদেশি হিসেবে ১০০ উইকেট নাহিদার
ভিনিসিয়ুসের সেই জিম অবশ্য আগে থেকেই বেশ বিখ্যাত। যেখানে ভিনির আদর্শ পেলে, ক্রিস্টিয়ানো রোনালদো, কোবে ব্রায়ান্ট ও মাইকেল জর্ডানের ছবিও সাঁটানো আছে। সেখানেই ভিনির সঙ্গে তোলা ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন মাজু। দুজনে নাকি সম্প্রতি দেখা করে নিজেদের সম্পর্ককে পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।

মাজুর জন্ম ব্রাজিলিয়ান শহর মারিলিয়ায়। ডিজিটাল ইনফ্লুয়েন্সার হিসেবে তার বেশ খ্যাতি আছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার ব্যাপক জনপ্রিয়তা। ব্রাজিলিয়ান টেলিভিশন সিরিজ ‘দি ফেরিয়াস কোমো ও’এক্স’–এর দ্বিতীয় সিজনে অভিনয় করে তিনি বেশ পরিচিতি পেয়েছেন। ভিনির সঙ্গে সম্পর্ক জোড়া লাগার খবরটি সত্যি হলে সমর্থকেরা খুশিই হবেন।

- Advertisement -

Related Articles

Latest Articles