9.6 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

রেস্তোরাঁয় ডেকে সাবেক প্রেমিককে অ্যাসিড মারলেন তরুণী

রেস্তোরাঁয় ডেকে সাবেক প্রেমিককে অ্যাসিড মারলেন তরুণী
প্রতীকী ছবি

সাবেক প্রেমিকের সঙ্গে একটি রেস্তোরাঁয় দেখা করতে গিয়েছিলেন তরুণী। খাবার অর্ডার করে দুজনেই মুখোমুখি বসে গল্প করছিলেন। আচমকাই ব্যাগ থেকে ছোট একটি বোতল বের করে তা থেকে কিছু ছুড়ে দেন সাবেক প্রেমিকের দিকে। রেস্তোরাঁ থেকে ছুটে পালিয়ে যান তরুণ। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের আলিগড়ে।

ঘটনার পর ওই তরুণী নিজেই পুলিশের কাছে স্বীকার করেন যে, সাবেক প্রেমিককে লক্ষ্য করে অ্যাসিড ছুড়েছেন তিনি। ওই তরুণ দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল করছিলেন বলে তার অভিযোগ। অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিবেক নামে ওই তরুণের হাতে অ্যাসিড পড়েছে। যেখানে অ্যাসিড পড়েছে, ওই অংশ পুড়ে গিয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই জামা খুলে সেখান থেকে পালিয়ে যান তরুণ। এখন তার চিকিৎসা চলছে। তরুণীর হাতেও অ্যাসিড পড়েছে। তারও চিকিৎসা চলছে।

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিমানবাহিনীতে ‘আঁচড়ও পড়েনি’ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিমানবাহিনীতে ‘আঁচড়ও পড়েনি’

পুলিশ অবশ্য অভিযুক্ত তরুণীর নাম প্রকাশ করেনি। তরুণী বলেন, ‘আমায় ও ব্ল্যাকমেল করছিল। বার বার টাকা চাইছিল। সে কারণেই ওকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়েছি। আমার অন্যএক জনের সঙ্গে বিয়ে হয়েছিল। বিবাহবিচ্ছেদ হয়েছে। তারপর ও আমায় বিয়ের প্রতিশ্রুতি দিলেও ব্ল্যাকমেল করা বন্ধ করেনি।’

- Advertisement -

Related Articles

Latest Articles