7 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

আদালতে ডিভোর্সের শুনানি চলাকালে স্ত্রীকে তুলে নিয়ে পালানোর চেষ্টা স্বামীর

আদালতে ডিভোর্সের শুনানি চলাকালে স্ত্রীকে তুলে নিয়ে পালানোর চেষ্টা স্বামীর
প্রতীকী ছবি

ঘটনাটি চীনের সিচুয়ান প্রদেশের। সেখানে আদালেতে ডিভোর্সের শুনানি চলাকালে স্ত্রীকে পিঠে নিয়ে দৌড় দিয়েছেন লি নামের এক যুবক। আদালত কক্ষ থেকে স্ত্রীকে পিঠে তুলে নিয়ে পালানোর ঘটনার নজির নেই। সামাজিক যোগাযোগমাধ্যমের এই অদ্ভুত ঘটনা ভাইরাল হয়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, সম্প্রতি সিচুয়ান প্রদেশে এক নারী তার স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনেন। এর পরিপ্রেক্ষিতে বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল আদালতে। সেই মামলার শুনানির সময় ঘটে নাটকীয় ঘটনা। বিচ্ছেদ ঠেকাতে শুনানি চলাকালে স্ত্রীকে পিঠে তুলে দৌড়ে পালান স্বামী।

- Advertisement -

স্ত্রী চেংয়ের অভিযোগ নেশাগ্রস্ত অবস্থায় লি তাকে প্রায়ই মারধর করতেন। দীর্ঘ ২০ বছর সংসার করার পরও লি’র অভ্যাস পাল্টায়নি। শুরুর দিকে বিচ্ছেদে সায় দেননি আদালত। তবে বিচ্ছেদের দাবিতে অনড় ছিলেন চেং। আদালতে নতুন করে আবেদন জানান তিনি। এই আবেদনের শুনানি চলছিল।
শুনানি শুরু হলে আবেগপ্রবণ হয়ে পড়েন লি। বিচ্ছেদ চান না বলে জানান আদালতে। কিন্তু চেং নিজের অবস্থান পাল্টাননি। এমন পরিস্থিতিতে আদালতকক্ষেই আচমকা চেংকে পিঠে তুলে দৌড় দেন লি। এ সময় চিৎকার শুরু করে দেন চেং। আদালত থেকে বেরিয়ে বেশ কিছু দূর চলে যাওয়ার পর লিকে আটকায় পুলিশ।

এ ঘটনায় আদালতও বিস্মিত হয়ে পড়ে। স্ত্রীকে নিয়ে পালানোর চেষ্টার জন্য লিকে ভর্ৎসনা করেন আদালত। লিখিত দিয়ে ক্ষমাপ্রার্থনা করতে হয় তাকে। ভুল স্বীকার করে, ভবিষ্যতে এমন করবেন না বলে অঙ্গীকার করেন লি।

- Advertisement -

Related Articles

Latest Articles