7.9 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

এয়ার অ্যাম্বুল্যান্সে স্বামীকে ব্যাঙ্কক নিয়ে গেলেন তনি

এয়ার অ্যাম্বুল্যান্সে স্বামীকে ব্যাঙ্কক নিয়ে গেলেন তনি
তনি ও তার স্বামী

দেশের আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনি। একই সঙ্গে তিনি ইনফ্লুয়েন্সার। বিভিন্ন সময়ে তিনি নানা ঘটনায় আলোচিতও হয়েছেন। তার স্বামী শাহাদাৎ হোসাইন অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে ভর্তি ছিলেন ।

এবার অসুস্থ স্বামীকে নিয়ে ছুটলেন ব্যাঙ্কক। এয়ার অ্যাম্বুল্যান্স আনিয়ে চিকিৎসার জন্য স্বামীকে ব্যাঙ্ককে নিয়ে গেছেন তিনি।

- Advertisement -

গত ৭ অক্টোবর সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে খবরটি নিজেই জানিয়েছেন তনি। ক্যাপশনে নারী উদ্যোক্তা লিখেছেন, ‘জীবনের সব থেকে কঠিন সময় পার করছি, আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না।

সব কিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুল্যান্স বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাঙ্কক নিয়ে আসছি।’
এদিকে তনির স্বামীর এমন অসুস্থতার খবর চারদিকে ছড়িয়ে পড়তেই উদ্বেগ প্রকাশ করেছেন তার শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা। মন্তব্যের ঘরে শাহাদাতের দ্রুত সুস্থতা কামনা করেছেন সবাই।

প্রসঙ্গত, তনির স্বামী একজন সফল ব্যবসায়ী।

- Advertisement -

Related Articles

Latest Articles