0.2 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

চোখ এখন বাংলাদেশেও

চোখ এখন বাংলাদেশেও
ভারতের চন্ডিগড়ের দালাদের চোখ এখন বাংলাদেশেও এসে গেছে

ভারতের চন্ডিগড়ের দালাদের চোখ এখন বাংলাদেশেও এসে গেছে !

কানাডিয়ান সরকার অস্থায়ী শ্রমিক, টুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, স্কিলড ইমিগ্রান্ট ইত্যাদি আগের থেকে অনেক সীমিত এবং কঠিন করলেও বাংলাদেশ বা ভারতীয় দালালচক্রের কর্মকান্ড থেমে নেই। অন্যদিকে কিছু মানুষ তাদের ফাঁদে পড়ে তাদের টোপ হওয়ার জন্য এখনো রেডি !!

- Advertisement -

আজকে ভোরে সকালে হাটতে বের হওয়ার সময় ফোনে বাংলাদেশ থেকে একটি মেসেজ আসে। উনি লিখেছেন। ” আমি একটি এজেন্সির মাধ্যমে কানাডিয়ান একটি কোম্পানিতে আবেদন করেছিলাম। তারা আমাকে কানাডিয়ান কোম্পানির দেওয়া একটি জব অফার দিয়েছে। আমি কিভাবে জানবো এটা সঠিক কি না” .

সঙ্গে উনি আমাকে জব অফার লেটার এবং ওই এজেন্সির তথ্য দিয়ে দেন।

ওগুলি যে ১০০০০০% ভুয়া তা জানার জন্য কোনো কানাডিয়ান না, মোটামুটি ইংরেজি জানা কোনো বাংলাদেশিই একনজর দিয়েই বলতে পারবেন ওগুলি ভুয়া। এতো poorly অর্থ্যাৎ বাজে ইংরেজি এবং ভুলভালে ভরা, ওই যদি হয় কানাডিয়ান কোম্পনীর জব অফার লেটার তাহলে কানাডাতে না এসে সোমালিয়াতে যাওয়াই অনেক ভালো।

ভাগ্য ভালো উনি আমার কাছে খোঁজ নিয়েছেন। জানিনা উনি এই ভুয়া জব লেটারের জন্য অলরেডি কোনো টাকা দিয়েছেন কি না।

আমি এখন আর কাউকে সাবধান করি না, পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া, টিভি, রেডিও সবখানে অসংখ সতর্কবানী আছে, এরপরেও যিনি এই ভুয়া পথে পা বাড়াবেন তিনি তার নিজ দায়িত্বে অনিশ্চয়তায় পা বাড়াবেন।

বাংলাদেশ, ভারত বা এই জাতীয় দেশ থেকে বের হতে চাওয়ার অনেক কারণ আছে, তবে সেই বের হওয়াটা একটু ভেবেচিন্তে বা যাচাইবাছাই করে, বৈধ এজেন্সির সাহায্য নিয়ে বা নিজে চেষ্টা করে  করা ভালো।

ভারতীয় চন্ডিগড় বলেছি বলে আমার ভারতীয় বন্ধুরা কিছু মনে করেবন না, এটি শুধুমাত্র ওই সব দালালদের বলছি, সাধারণ মানুষদের নয়।

দালাল, দালাই সে ভারত হোক, বাংলাদেশ হোক বা কানাডা। এদের কাজই হলো মানুষকে সর্বশান্ত করে পথে নামানো এবং অনেক ক্ষেত্রে পুরা পরিবারকে ধ্বংস করা।

আল্লাহ আমাদেরকে এই সমস্ত দালালদের থেকে রক্ষা করুন।

ধন্যবাদ।

যিনি আমাকে বাংলাদেশ থেকে এগুলি যাচাই করার জন্য পাঠিয়েছেন তাকে অনেক ধন্যবাদ, কারণ মানুষ অনন্ত এই ভুয়া জিনিষটা জানলো।

 

টরন্টো, কানাডা

- Advertisement -
পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

Related Articles

Latest Articles