7.9 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

প্রতিদিন নতুন খবর

প্রতিদিন নতুন খবর
প্রতিদিন নতুন খবর

প্রতিদিন নতুন চমক । প্রতিদিন নতুন খবর।  জনতার আন্দোলন, পরিকল্পনায় মিলিয়ে যায় । অনেকেই যা আগে থেকেই বলছিলেন, এমনই হওয়ার কথা । কে শুনে কার কথা  বাঙ্গালীদের জোস বেশি।  মহান সে দায়িত্ব পালন করে  নতুন স্বাধীনতা নতুন দেশ নিয়ে আসা হলো।

এক ধর্মের দেশ হবে বাংলাদেশ । হিন্দু,  বৌদ্ধ,  খ্রিস্টান,  পাহাড়ি , আধুনিক,  লৌকিক , বাউল  এমন কিছু থাকবে না সংস্কৃত, গান,  বাঙালি,  ঐতিহ্যবাহী  সব ছাড়িয়ে  আলখাল্লা শুধুই মুসলিম  শুধুই  ক্যাবলামুখী  ইবাদত বন্দেগি , ধর্মীয় নিষেধাজ্ঞা। সাথে আছে আমেরিকা, দেখা যাক  কোন দিকে ঘুরে বলয়।

- Advertisement -

ভাবতে চাইনা,  দেখতেও চাইনা,  ফেসবুক থেকে দূরে থাকি  তারপরেও ফেসবুক জমিয়ে রাখে সব খবর গুলো আমাকে পড়াবে বলে।  স্ক্রল   করে  যেতে যেতে দেখতে না চাওয়া খবরগুলো চোখে পড়ে যায়।  আজকাল এত ভিন্ন ধরনের খবর।  কোনটা শুনি আর কোনটা  না শুনি । ইচ্ছে না করলেও সব মাথার ভিতরে ঠাই করে নেয়।

গত দু মাস ধরে  হরেক রকম  ভুয়া খবরের  ভয়াবহ রকমের  উৎপাদন বৃদ্ধি পেয়েছে।  ছাঁকনি দিয়ে, ছেকে ছেকে  কিছুটা রাখি  বাকিটা ফেলি  তারপরও  কোন কিছু আর বিশ্বাসযোগ্য হয়ে ওঠে না একবারে।  আর আজ যেটা বিশ্বাস করি  কাল  অন্য রূপে দেখা দেয়। সময়ের অভাব  অথচ  খবরের অভাব নেই । কত রকমের খবর  বানের পানির লাহান  ছুটে আসে। আমাকে  গিলে খাবে বলে।   ডুবতে ডুবতে ভেসে উঠি, কোন একটা খবরের  খড়কুটো ধরে।

বিশ্বাসে  ভিত গড়তে শুরু করতে না করতে, ভেঙ্গে চুরমার হয়ে যায় । তাই সব খবর  সরিয়ে রাখি  দূরে।  আসুক , ভেসে যাক  শুনতে থাকি  শুনতে না চাইলেও জোর করে কেউ শোনাবে ।  কারো সাথে কথা বলতে গেলে,  আড্ডা,  গল্পে  একটাই  সাবজেক্ট  এখন ।  খবরের ভিতর থেকে কোন নিস্তার নেই এখন আর।

যতই  নিজেকে ভুলিয়ে রাখি  রঙিন পাতার গানে।  হেমন্তের ঝরা পাতার  উড়াউড়ির ব্যস্ততায় , পাখির কলতানে।  মৃত্যুরা পাশে পাশে কথা বলে।  মন খারাপের গান গায়।

কি আর করা, বলেছে  চলেছে  উন্মত্ততা,  কারো কারো ভোগ দখলের  খবরদারি, কারো কারো কান্না,  লাশ  স্বজন হারানো।

পৃথিবীর ইতিহাস  এমনই।  এভাবেই চলবে  চলুক।  আমি শুনি  বাতাবি লেবুর মতন সুবাসে,  রঙিন ম্যাপেল  পাতার  ঝরে যাওয়া গান ।

থাকি  আগামী কালের অপেক্ষায়  আবার কি নতুন খবর আসে কে জানে  তবে সূর্যটা এখনো ঠিকমত উঠছে, ডুবছে এটাই আনন্দের ।

 

টরন্টো, কানাডা

- Advertisement -
পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

Related Articles

Latest Articles