5.6 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

পার্ক’এন ফ্লাইয়ের উপাত্ত বেহাত

পার্ক’এন ফ্লাইয়ের উপাত্ত বেহাত
পার্কএন ফ্লাই নিশ্চিত করেছে যে তৃতীয় কোনো পক্ষ অননুমোদিত ভিপিএনের সাহায্যে ১১ থেকে ১৩ জুলাইয়ের মধ্যে কোনো এক সময় তাদের নেটওয়ার্কে ঢুকে পড়ে

জনপ্রিয় একটি এয়ারপোর্ট পার্কিং সার্ভিসের প্রায় ১০ লাখ কানাডিয়ান গ্রাহকের ব্যক্তিগত তথ্য খোয়া গিয়ে থাকতে পারে বলে সতর্ক করেছে কোম্পানিটি। গত মাসে ব্যাপক সাইবার হামলায় এই ঘটনা ঘটেছে।

এক বিবৃতিতে পার্ক’এন ফ্লাই নিশ্চিত করেছে যে, তৃতীয় কোনো পক্ষ অননুমোদিত ভিপিএনের সাহায্যে ১১ থেকে ১৩ জুলাইয়ের মধ্যে কোনো এক সময় তাদের নেটওয়ার্কে ঢুকে পড়ে। তবে এ ঘটনার পাঁচদিনের মধ্যে কোম্পানির প্ল্যাটফরম পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়।

- Advertisement -

বিবৃতিতে বলা হয়েছে, যেসব তথ্য ফাস হয়েছে তার মধ্যে আছে গ্রাহকের নাম, ইমেইল ও যোগাযোগের ঠিকানা এবং প্রায় ১০ লাখ গ্রাহকের উড়োজাহাজ ও সিএএ নাম্বার। তবে গ্রাহকের ক্রেডিট কার্ড ও লেনদেনের তথ্য এবং পাসওয়ার্ড আক্রান্ত সার্ভারে ছিল না। তাই এগুলোর কোনো ক্ষতি হয়নি।

সাইবার হামলার বিষয়টি জানার তিন সপ্তাহের বেশি সময় পর ২৬ আগস্ট পার্ক’এন ফ্লাই গ্রাহকদের তথ্য বেহাত হওয়ার বিষয়টি সামনে আনে। এক ইমেইলে বলা হয়েছে, ২০২৪ সালের ১ আগস্ট আমরা নিশ্চিত হই যে, আপনাদের কিছু ব্যক্তিগত তথ্য বেহাত হয়েছে। ঘটনাটি নিরলসভাবে তদন্ত করছি আমরা। এক্ষেত্রে আমাদের সহায়তা করছেন বাইরের বিশেষজ্ঞরা।

কোম্পানির একজন মুখপাত্র বলেন, কোম্পানি স্বচ্ছতার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং সিস্টেমের সততাকে অগ্রাধিকার দিয়ে থাকে।

বিবৃতিতে তিনি বলেন, পার্ক’এন ফ্লাইয়ে গ্রাহকের আস্থা ও নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই ঘটনার ফলে যে উদ্বেগ তৈরি হয়েছে সেজন্য আমরা গভীরভাবে অনুতপ্ত। আমরা আমাদের মূল্যবান গ্রাহক ও অংশীজনদের আবারও এই নিশ্চয়তা দিতে চাই যে, তাদের তথ্যের নিরাপত্তায় আমরা সব ধরনের সুরক্ষামূলক পদক্ষেপ নিচ্ছি।

পার্ক’এন ফ্লাই বলেছে, সাইবার হামলার বিষয়টি জানার পর তারা নিরাপত্তা নজরদারি জোরদার করেছে। তারই অংশ হিসেবে নেটওয়ার্কের অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার হালনাগাদ করা হচ্ছে।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles