7.6 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

এশিয়ায় সাহিত্যে প্রথম নোবেলজয়ী নারী কে এই হ্যান ক্যাং

এশিয়ায় সাহিত্যে প্রথম নোবেলজয়ী নারী কে এই হ্যান ক্যাং
হ্যান ক্যাং

হ্যান ক্যাং একজন দক্ষিণ কোরীয় লেখক। হ্যান সাহিত্যে প্রথম এশীয় নারী ও দ্বিতীয় কোরিয়ান নোবেল পুরস্কার জয়ী। তিনি তার ‘তীব্র কাব্যিক গদ্যের’ (যা ট্রমা মোকাবিলা ও মানব জীবনের ভঙ্গুরতা প্রকাশ করে) জন্য চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। বৃহস্পতিবার (১১ অক্টোবর) সুইডেনের স্থানীয় সময় দুপুর ১টা ও বাংলাদেশ সময় বিকেল ৫টায় এ ঘোষণা করা হয়।

সংস্থাটি জানিয়েছে, হ্যান ক্যাংকে তার ‘তীব্র কাব্যিক গদ্যের’ জন্য নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে। তার সাহিত্যকর্মে সাধারণ মানুষের ওপর হওয়া অত্যাচার-নির্যাতন এবং মানবজাতির ভঙ্গুরতার বিষয়টি ওঠে এসেছে।

- Advertisement -

হ্যান ক্যাং কোরিয়ান ঔপন্যাসিক হান সিউং-ওনের মেয়ে। তিনি ১৯৭০ সালের ২৭ নভেম্বর গোয়াংজুতে জন্মগ্রহণ করেন এবং ১০ বছর বয়সে সিউলের সুয়ুরিতে চলে যান। তিনি ইয়োনসেই বিশ্ববিদ্যালয়ে কোরিয়ান সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন। তার ভাই হান ডং রিমও একজন লেখক।

১৯৯৩ সালে লিটারেচার অ্যান্ড সোসাইটির শীতকালীন সংখ্যায় ‘উইন্টার ইন সিউল’সহ পাঁচটি কবিতা প্রকাশের মাধ্যমে ক্যাংয়ের সাহিত্যিক জীবন শুরু হয়। পরের বছর তার কথাসাহিত্য জীবন শুরু হয় যখন তার গল্প ‘রেড অ্যাঙ্কর’ সিউল শিনমুন স্প্রিং সাহিত্য প্রতিযোগিতা জিতেছিল। ১৯৯৫ সালে প্রকাশিত হয় তার প্রথম গল্প সংকলন ‘লাভ অব ইয়োসু’।

কোরিয়ায় প্রকাশিত তার রচনাগুলোর মধ্যে রয়েছে ফ্রুটস অফ মাই ওম্যান (২০০০) এবং ফায়ার স্যালাম্যান্ডার (২০১২); দ্য ব্ল্যাক ডিয়ার (১৯৯৮), ইয়োর কোল্ড হ্যান্ডস (২০০২), দ্য ভেজিটেরিয়ান (২০০৭), ব্রেথ ফাইটিং (২০১০), গ্রিক লেসনস (২০১১), হিউম্যান অ্যাক্টস (২০১৪), দ্য হোয়াইট বুক (২০১৬), এবং উই ডোন্ট পার্ট (২০২১); কবিতার বই আই পুট দ্য ইভনিং ইন দ্য ড্রয়ার (২০১০); প্রবন্ধ ‘লাভ অ্যান্ড দ্য থিংস অ্যারাউন্ড দ্য লাভ (২০০৩), কুয়াইটলি সাং সং (২০০৭)।

লেখালেখির পাশাপাশি হ্যান ক্যাং একজন সংগীতশিল্পী; এছাড়া ভিজ্যুয়াল আর্টেও রয়েছে তার আগ্রহ। ‘ইউর কোল্ড হ্যান্ড (২০০২)’ একজন ভাস্কর ও তার মডেলের গল্প ঘিরে আবর্তিত হয়। তিনি দশটি গানসহ একটি সিডি প্রকাশ করেছিলেন, এর জন্য গানের কথা লিখেছিলেন এবং রেকর্ড করেছিলেন। প্রথমে তিনি গান গাওয়ার ইচ্ছা করেননি, তবে হান জং রিম নামে একজন সংগীতশিল্পী ও সংগীত পরিচালকের জোরাজুরিতে তিনি কণ্ঠ দেন।

কাং ১৯৯৯ সালে তার উপন্যাস ‘বেবি বুদ্ধ’র জন্য ২৫তম কোরিয়ান উপন্যাস পুরস্কার, ২০০০ সালে ‘টুডেজ ইয়ং আর্টিস্ট অ্যাওয়ার্ড’, ২০০৫ সালে মঙ্গোলিয়ান মার্কের সাথে ‘ই সাং সাহিত্য’ পুরস্কার এবং ২০১০ সালে ‘ডং-ইন সাহিত্য পুরস্কার’ জিতেন।

২০১৬ সালে তার বিখ্যাত উপন্যাস ‘দ্য ভেজিটেরিয়ান’-এর জন্য ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার জিতেন। উপন্যাসটি একজন নারীর মানসিক অসুস্থতায় পরিবার থেকে অবহেলার ওপর ভিত্তি করে রচিত। এটি তার ইংরেজিতে অনূদিত প্রথম বইগুলো মধ্যে একটি।

‘বেবি বুদ্ধ’ ও ‘দ্য ভেজিটেরিয়ান’ নিয়ে তৈরি হয়েছে সিনেমা। ‘দ্য ভেজিটেরিয়ান’কে এমন একটি চলচ্চিত্রে রূপান্তরিত করা হয়েছিল যা মর্যাদাপূর্ণ উত্তর আমেরিকান ফিল্ম ফেস্টের ওয়ার্ল্ড ন্যারেটিভ প্রতিযোগিতায় ও বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সাফল্য অর্জন করে।

২০১৭ সালে তিনি রচনা করেন আত্মজীবনীমূলক উপন্যাস ‘দ্য হোয়াইট বুক’। এটি তার বড় বোনকে হারানোর ঘটনাকে কেন্দ্র করে, যিনি তার জন্মের দুই ঘণ্টা পর মারা যান। ২০১৮ সালে ক্যাং ফিউচার লাইব্রেরি প্রকল্পে অবদান রাখার জন্য নির্বাচিত পঞ্চম লেখক হয়েছিলেন। ২০২৩ সালে তিনি তার চতুর্থ পূর্ণ দৈর্ঘ্যের উপন্যাস ‘গ্রিক লেসন’ প্রকাশ করেছিলেন। আটলান্টিক এটিকে এমন একটি বই বলে অভিহিত করেছে, ‘যার শব্দগুলো অপর্যাপ্ত তবে সম্মোহিত করতে খুবই শক্তিশালী।’

তিনি ২০২৩ সালে রয়্যাল সোসাইটি অব লিটারেচার আন্তর্জাতিক লেখক হিসেবে নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালে সুইডিশ একাডেমি তাকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করে। তারপর থেকে তিনি ই সাং সাহিত্য পুরস্কার (২০০৫), আজকের তরুণ শিল্পী পুরস্কার এবং কোরিয়ান সাহিত্য উপন্যাস পুরস্কার জিতেছেন। ক্যাং সিউল ইনস্টিটিউট অফ আর্টসে সৃজনশীল লেখালেখি শিখিয়েছেন এবং বর্তমানে তার ষষ্ঠ উপন্যাস নিয়ে কাজ করছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles