9.5 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

দেশে ফিরছেন সাকিব, বিপিএলে খেলবেন চিটাগাং কিংসে

দেশে ফিরছেন সাকিব, বিপিএলে খেলবেন চিটাগাং কিংসে - the Bengali Times
ছবি সংগৃহীত

দেশের বর্তমান পরিস্থিতিতে সাকিব আল হাসানের ফেরা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে অবশেষে সেই প্রশ্নের উত্তর পাওয়া গেছে। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে দেশে ফিরছেন দেশের সেরা অলরাউন্ডার। পাশাপাশি, সাকিব এবারের বিপিএলেও অংশ নেবেন।

বিপিএলের ১১তম আসরে সাকিবকে দলে নিয়েছে চিটাগাং কিংস। সরাসরি চুক্তির মাধ্যমে তাকে দলে ভিড়িয়েছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি। নিলাম শেষে সাকিবের খেলা নিশ্চিত করার বিষয়ে জানতে চাইলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্লিয়ারেন্স পাওয়ার পরই তাকে চুক্তিতে যুক্ত করা হয়েছে।

- Advertisement -

চিটাগাং কিংসের মালিক সাব্বির জানিয়েছেন, ‘আমরা সাকিবের জন্য প্রয়োজনীয় ক্লিয়ারেন্স পেয়েছি। বাংলাদেশে খেলার অনুমতি নিশ্চিত হওয়ার পরই তার সঙ্গে চুক্তি করেছি। এছাড়া, রংপুরের সাথেও আলোচনা করে নিশ্চিত হয়েছি যে সাকিবের সঙ্গে তাদের কোনো চুক্তিগত জটিলতা নেই। সব দিক থেকেই সবুজ সংকেত পাওয়ার পরই আমরা তাকে দলে নিয়েছি। আশা করছি, তার অংশগ্রহণে কোনো সমস্যা হবে না।’

বর্তমানে সাকিব যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে অবস্থান করছেন। নিলামেও তিনি উপস্থিত থাকতে পারেননি। তবে দূর থেকে চট্টগ্রামের দল গঠনে সহায়তা করেছেন এই তারকা ক্রিকেটার।

সাব্বির আরও বলেন, ‘সাকিব দেশের বাইরে থাকায় নিলামে উপস্থিত ছিল না, কিন্তু দল গঠনে কিছু মূল্যবান পরামর্শ দিয়েছে। আমরা তার দেওয়া পরামর্শ অনুযায়ী নিলামে অংশ নিয়েছি। সম্মিলিত পরিকল্পনায় দল সাজাতে পেরেছি এবং প্রত্যাশিত খেলোয়াড়দের দলে ভিড়িয়েছি। চিটাগাং কিংস গত ১০ বছর ধরে বিপিএলে অংশ নিচ্ছে। এবারও আমরা বেশ উৎসাহ নিয়ে মাঠে নামছি এবং আশা করছি, সবার প্রত্যাশা পূরণ করতে পারব।’

- Advertisement -

Related Articles

Latest Articles