5.6 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

কিচেন ফসেট ও পানি খাওয়ার ফিল্টার সিস্টেম

কিচেন ফসেট ও পানি খাওয়ার ফিল্টার সিস্টেম
কিচেন ফসেট ও পানি খাওয়ার ফিল্টার সিস্টেম

বাসার কিচেন ফসেট ও পানি খাওয়ার (পান) ফিল্টার সিস্টেম কিছুদিন যাবত নষ্ট ছিল। প্লাম্বার ডাকলে অনেক টাকা চার্জ করে। বোতলের কেনা পানি খাওয়া হচ্ছিল। কন্যাকে জিজ্ঞেস করলাম, তুমি ও তোমার আম্মা এটা ফিক্স করতে পারবে না? কন্যা ইদ্যানিং বাসার রেনোভেশনের অনেক কাজ করে। একটু ভেবে বললো, পারবে। এর আগে কখনো প্লাম্বিং এর কাজ করে নাই। বললাম চল, তাহলে কিনে নিয়ে আসি। তাকে নিয়ে গেলাম রোনা প্লাস দোকানে। ফিল্টার সিস্টেম যেটা পছন্দ হলো সেই প্যাকেটটা ছিল দোকানের উপরের সেলফে।

আমাদের হাতের নাগালের বাইরে। দোকানের কর্মচারীদেরকে বললাম হেল্প করতে। ওরা স্পেশাল মই ব্যবহার করে পেড়ে দিল। একই সাথে ওরা অপর একজন কাষ্টমারের ভারী একটি জিনিষ উপরের সেল্ফ থেকে নামিয়ে আনবে। তার আগে হলুদ টেপ এমনভাবে লাগিয়ে দিল যাতে কোন কাষ্টমার ওই নির্দিষ্ট এলাকায় না ঢুকতে পারে। অর্থাৎ সেল্ফের উপর থেকে জিনিষটা পাড়তে গিয়ে যাতে দুর্ঘটনাবশত কারো শরীরে পড়ে আহত না হয় সেইজন্যে এই সতর্কতা অবলম্বন করলো ওরা। আমি বললাম দাঁড়াও একটা ছবি তুলি।

- Advertisement -

কিচেন ফসেট ও পানি খাওয়ার ফিল্টার সিস্টেম

মনে পড়লো বাংলাদেশে কিছুদিন আগে পুরনো ঢাকার একটা কেমিক্যাল দোকানে আগুন লেগে দুর্ঘটনার খবর। পুলিশ ও ম্যাজিষ্ট্রেট ঘটনাস্হল পরিদর্শনে গেলে হাজার খাঁনেক উৎসুক জনতা তাদের সাথে সাথে স্পটে ঢুকে যায়। কিসের দুর্ঘটনা কিসের আলামত চেকিং!!! উৎসুক জনতা বলে কথা। তাতে যদি নুতন করে আরো একটা দুর্ঘটনা ঘটতো তখন দোষ চাপিয়ে দিতো পুলিশ ও মেজিষ্ট্রেটের উপর। বাংলাদেশের মানুষ ভাল থাকতে চায়, ভাল খাইতে চায় কিন্তু ভাল থাকার ও ভাল খাবার জন্যে যে ব্যবস্হা দরকার তা করতে দিতে রাজী নয়, সেগুলো করার জন্যে যে ভাল ব্যবস্হাপক দরকার তাদের তারা পছন্দ করে না। পছন্দ করে কাদের? যারা দুই টাকা ঘুষ খাবে আর আপনাকে দুই আনা পকেটে গুঁজে দিবে তাদেরকে। যে ঘুষ খাবে না আর আপনাকেও দিবে না, তাকে কেউ পছন্দ করে না, এটাই বাস্তবতা। তবে এই বাস্তবতাকে অবশ্যই ভেঙে চূড়ে চূড়মার করে দিতে হবে। এই ভাঙার লড়াই চালিয়ে যেতে হবে।

কিচেন ফসেট ও পানি খাওয়ার ফিল্টার সিস্টেম

ছবিতে আমাদের বাসার নুতন ও পুরাতন ফসেট ও ওয়াটার ফিল্টারের ছবি সংযুক্ত করা হলো। সমস্ত ক্রেডিট কন্যা ও তার মা’য়ের। দু তিন ঘন্টা চেষ্টা করে তারা অত্যন্ত প্রফেশনাল প্লাম্বারদের মত নুতন ফসেট ও ফিল্টার লাগাতে সক্ষম হলো। উল্লেখ্য যে একজন প্লাম্বার শুধু ওয়াটার ফিল্টার লাগানোর জন্যে পাঁচশত ডলার দাবী করেছিল। ফলে নেট সেভ আমার পাঁচশত ডলার। যদিও মা ও মেয়েকে আমার একশত ডলার দিতে হয়েছে বখশিস, তবে এটা খুব গোপনীয় কথা, কাউকে বলা ঠিক হবে না!

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles