5.6 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

মেক্সিকোর সার্বভৌমত্বের প্রতি কানাডা শ্রদ্ধাশীল

মেক্সিকোর সার্বভৌমত্বের প্রতি কানাডা শ্রদ্ধাশীল
মেক্সিকোর সার্বভৌমত্বে ফেডারেল সরকারের সম্মান রয়েছে এবং প্রস্তাবিত সংবিধান সংশোধন কেন্দ্র করে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কোনো ইচ্ছা তাদের নেই বলে জানিয়েছে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা

মেক্সিকোর সার্বভৌমত্বে ফেডারেল সরকারের সম্মান রয়েছে এবং প্রস্তাবিত সংবিধান সংশোধন কেন্দ্র করে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কোনো ইচ্ছা তাদের নেই বলে জানিয়েছে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা। মেক্সিকোর প্রেসিডেন্ট কানাডিয়ান ও মার্কিন রাষ্ট্রদূতদের সঙ্গে সম্পর্ক স্থগিত করার কথা সাংবাদিকদের জানানোর পর এই মন্তব্য করল গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা। বিচার বিভাগের প্রস্তাবিত সংস্কার নিয়ে দেশ দুটি মন্তব্য করায় এই পদক্ষেপ নিয়েছেন তিনি।

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে নির্বাচনের মাধ্যমে বিচারক নিয়োগ, যা বিচার ব্যবস্থার স্বাধীনতাকে ক্ষুণ্ণ করবে মনে করছেন সমালোচকরা।

- Advertisement -

স্থগিগের ধরন কী হবে সে ব্যাপারে কিছু বলেননি মেক্সিকান প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর। তবে প্রস্তাবের প্রতি অসন্তোষ প্রকাশের মধ্য দিয়ে কানাডা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন তিনি।

গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এক বিবৃতিতে বলেছে, এই সংস্কার নিয়ে মেক্সিকোতে কানাডার বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তারা উদ্বেগ প্রকাশ করেছেন। এই আত্মবিশ^াসের ওপর ভর করেই তারা দেশটির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগকে এগিয়ে নিয়ে থাকেন তারা। তবে মেক্সিকোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কোনো পরিকল্পনা কানাডার নেই।

এতে করে কানাডিয়ান নাগরীকদের জন্য মিশন সেবা প্রভাবিত হবে না বলে জানিয়েছে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles