7.9 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

প্রদর্শন সামগ্রী ব্যাগভর্তি করছে অন্টারিও সায়েন্স সেন্টার

প্রদর্শন সামগ্রী ব্যাগভর্তি করছে অন্টারিও সায়েন্স সেন্টার
বহু প্রদর্শন সামগ্রী যেগুলো দেখে দর্শনার্থীরা মুগ্ধ হতেন সেগুলো এখন প্লাস্টিকে মুড়ে ফেলেছে অন্টারিও সায়েন্স সেন্টার

বহু প্রদর্শন সামগ্রী যেগুলো দেখে দর্শনার্থীরা মুগ্ধ হতেন সেগুলো এখন প্লাস্টিকে মুড়ে ফেলেছে অন্টারিও সায়েন্স সেন্টার। সেগুলো এখন মজুদের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তবে প্রদর্শন সামগ্রীগুলো ঠিক কোথায় নেওয়া হচ্ছে তা এখনো পরিষ্কার নয়। যদিও অন্য আরেকটি সায়েন্স সেন্টার এগুলোর ভবিষ্যৎ নিয়ে আগ্রহ ব্যক্ত করেছে।

- Advertisement -

জাদুঘর শিল্পের সব অংশীজনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের কারণে মন্ট্রিয়ল সায়েন্স সেন্টারের প্রদর্শন দল অন্টারিও সায়েন্স সেন্টারের প্রদর্শন দলের সঙ্গে যোগাযোগ করেছে। অন্টারিও সায়েন্স সেন্টার তাদের কিছু প্রদর্শন সামগ্রী নিয়ে কী পরিকল্পনা করছে সে ব্যাপারে আরও কিছু জানার জন্যই এই যোগাযোগ। এটা খুবই স্বাভাবিক ঘটনা।

গত জুনে মাত্র কয়েক ঘণ্টার নোটিশে অন্টারিও সায়েন্স সেন্টার বন্ধ করে দিতে বলা হয়। একটি প্রকৌশল প্রতিবেদনে কনক্রিটের রুফ প্যানেলে ত্রুটির কারণে ভবনটি অনিরাপদ হয়ে পড়েছে বলে সরকারি কর্মকর্তারা দাবি করার পর এই পদক্ষেপ নেওয়া হয়।
জানা যায় যে, বন্ধেল পরিবর্তে অন্য বিকল্পও বাতলে দিয়েছিল প্রতিবেদন। এরপর থেকে যারা ভবনটির নকশা করেছিল সেই প্রতিষ্ঠানসহ অন্যরা বলে আসছে, ছাদ নিরাপদেই মেরামত করা যেত। প্রখ্যাত বিজ্ঞানী, ব্যবসায়ী ও সম্মানীত ব্যক্তিরা এজন্য বড় অঙ্কের তহবিলেরও প্রতিশ্রুতি দিয়েছিলেন।

বন্ধের কারণে শিশুদের সামার ক্যাম্প সরিয়ে নিতে হয়েছে এবং ৬৫টি হাইস্কুলের শিক্ষার্থীদের স্বপ্নের প্রোগ্রাম বাতিল করতে হয়েছে। তারা শিক্ষার জন্য একটি সেমিস্টার অন্টারিও সায়েন্স সেন্টারে কাটানোর আশা করেছিল। এগলিন্টন লাইনের পাশর্^বর্তী স্টেশনকে সায়েন্স সেন্টার বলা হলেও তা অন্টারিও প্লেসে পরিকল্পিত নতুন সায়েন্স সেন্টারের কাছে হবে না।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles